সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে বেআইনি পার্কিং নিয়ে বচসা। দুই যুবকের ছুরির ঘায়ে মৃত্যু হুমা কুরেশির (Huma Qureshi) পিসতুতো ভাই আশিফ কুরেশির। দিল্লির নিজামুদ্দিন এলাকার ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ছুরিটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত বলিউড অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিনেত্রীর ভাই আসিফ কুরেশি দিল্লির জংপুরার নিজামুদ্দিন এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। বৃহস্পতিবার রাত। ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১০টা। দিল্লি পুলিশ সূত্রে খবর, সেই সময় দু'জন যুবক স্কুটারে চড়ে তাঁর বাড়ির সামনে আসে। ঠিক প্রবেশপথের মুখে স্কুটার রাখতে যায়। তাতে বাধা দেন অভিনেত্রীর ভাই। সেই সময় এক যুবক নিজের কাছে থাকা ধারালো ছুরি বের করে। আসিফ কুরেশির বুকে এলোপাথাড়ি ছুরি চালানো হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সব শেষ। মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ পাওয়ার পর থেকে নড়েচড়ে বসে পুলিশ। তড়িঘড়ি ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হল বছর উনিশের উজ্জ্বল এবং আঠারো বছর বয়সি গৌতম। এই ঘটনায় শোকস্তব্ধ নিহতের স্ত্রী। তিনি বলে, "পার্কিং নিয়ে বচসা চলছিল। তবে আচমকা যে এত বড় কাণ্ড ঘটে যাবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারছিনা।" এই ঘটনার শোকে পাথর হুমা কুরেশির বাবা এবং কাকাও। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
