shono
Advertisement

Breaking News

IIFA Award 2025

IIFA-র মঞ্চে গাঁয়ের বধূদের কাহিনির জয়জয়কার, দশটি পুরস্কার পেল 'লাপাতা লেডিজ'

আর কারা পেল সেরার শিরোপা? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।
Published By: Sayani SenPosted: 12:52 PM Mar 10, 2025Updated: 12:52 PM Mar 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ তম বর্ষে IIFA-র মঞ্চে গাঁয়ের বধূদের কাহিনির জয়জয়কার। মোট দশটি পুরস্কার পেল 'লাপাতা লেডিজ'। এর আগে শনিবারই সেরা ওটিটি সিনেমা এবং সিরিজকে পুরস্কৃত করা হয়েছে। রবিবার ছবি-সহ একাধিক বিভাগে সেরাদের পুরস্কার ঘোষণা করা হয়। একনজরে দেখে নিন তালিকা।

Advertisement

সেরা ছবি: লাপাতা লেডিজ
সেরা মুখ্য চরিত্র (অভিনেতা): কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)
সেরা মুখ্য চরিত্র (অভিনেত্রী): নীতাংশী গোয়েল (লাপাতা লেডিজ)
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিজ)
সেরা নেগেটিভ চরিত্র: রাঘব জুয়েল (কিল)
সেরা সহযোগী চরিত্র (অভিনেত্রী): জানকী বড়িওয়ালা (শয়তান)
সেরা সহযোগী চরিত্র (অভিনেতা): রবি কিষাণ (লাপাতা লেডিজ)
সেরা গল্প (অরিজিনাল) পপুলার ক্যাটাগরি: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিজ)
সেরা গল্প (আডাপ্টেড): শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূর্তি, অনুকৃতী পাণ্ডে (মেরি ক্রিসমাস)
সেরা পরিচালক (ডেবিউ): কুণাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা অভিনেতা (ডেবিউ): লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা অভিনেত্রী (ডেবিউ): প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)
সেরা সঙ্গীত পরিচালক: রাম শপথ (লাপাতা লেডিজ)
সেরা গানের কথা: প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিজ)
সেরা গায়ক: জুবিন নতিয়াল (দুয়া - আর্টিকেল ৩৭০)
সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার - ভুলভুলাইয়া ৩)
সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু, বলয় কুমার দলুই, রাহুল কারপে (কিল)
সেরা চিত্রায়ণ: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
সেরা সংলাপ: অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুভাষ জামভালে, মোনাল ঠাকর (আর্টিকেল ৩৭০)
সেরা এডিটিং: জুবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)
সেরা সিনেমাটোগ্রাফি: রাফে মহম্মদ (কিল)
সেরা কোরিওগ্রাফি: বসকো সিজার (তবা তবা - ব্যাড নিউজ)
সেরা স্পেশাল এফেক্টস: রেড চিলিস ভিএফএক্স (ভুলভুলাইয়া ৩)
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা: রাকেশ রোশন

IIFA-র ২৫ তম বর্ষে রাজস্থানের জয়পুরে চাঁদের হাট। মাধুরী, শাহরুখের বিশেষ পারফর্ম্যান্স মন ছুঁয়ে যায় সকলের। রাজ কাপুরকে বিশেষ সম্মান জানিয়ে আরও একবার দর্শকদের মন জিতলেন করিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৫ তম বর্ষে IIFA-র মঞ্চে গাঁয়ের বধূদের কাহিনির জয়জয়কার।
  • মোট দশটি পুরস্কার পেল 'লাপাতা লেডিজ'।
  • সেরা অভিনেতা হিসাবে পুরস্কৃত কার্তিক আরিয়ান।
Advertisement