সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ নভেম্বর, সোমবার প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। তবে বলিউডের কিংবদন্তি অভিনেতা আমৃত্যু ছিলেন একজন মাটির কাছাকাছি থাকা মানুষ। পাঞ্জাবের ভূমিপুত্র ধর্মেন্দ্র, তাঁর জন্ম ও বেড়ে ওঠার সেই গ্রাম সেই মাটিকে মিস করেছেন বারবার। আর তা যেন আরও বেশি ফুটে উঠল তাঁর লেখা কবিতায়। যা ব্যবহার করা হয়েছে ধর্মেন্দ্রর জীবনের শেষ অভিনীত 'ইক্কিশ' ছবিতে। এই কবিতা শুধু ধর্মেন্দ্র লিখেছেন এমন নয়, তিনি তা নিজে পাঠও করেছেন ছবিতে। শুক্রবার ছবির টিমের তরফে সেই কবিতাটি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। আর এর মাধ্যমেই কিংবদন্তিকে শ্রদ্ধা জানায় 'ইক্কিশ' ছবির টিম।
ধর্মেন্দ্রর লেখা সেই কবিতার সারমর্ম, 'আজও ভীষণভাবে ইচ্ছে হয় নিজের মাটির কাছে ফিরে যেতে। মনে হয় যেন, নিজের গ্রামে ফিরে যাই। মাটির কাছাকাছি থাকি।' এমনকী ছবির টিমের তরফে এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'ধরমজি ছিলেন আসল ভূমিপুত্র। নিজের জন্মস্থান, নিজের শিকড়কে তিনি কখনও ভোলেননি। তা বারবার তাঁর কথাতেই পরিষ্কার হয়েছে। আমাদের টিমের তরফ থেকে কিংবদন্তিকে এ আমাদের শ্রদ্ধা। তাঁর এই চলচ্চিত্রময় জীবনে তিনি আমাদের যা দিয়ে গিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না।'
এদিন ছবির টিম একটি পোস্টারও ভাগ করে নিয়েছে সোশাল মিডিয়ায়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে 'ইক্কিশ'। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এই ছবিই ধর্মেন্দ্রর জীবনের শেষ ছবি। যা মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। এই ছবিতে একুশ বছর বয়সি 'পরমবীরচক্র' প্রাপক সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে। অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন বচ্চন পৌত্র অগস্ত্য নন্দা।
