shono
Advertisement
Rohit Sharma and Virat Kohli

'মোটা টাকার বেতন কে ছাড়তে চায়?' রোহিত-বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য চ্যাপেলের

কড়া সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের, 'পরামর্শ' ভারতের প্রাক্তন কোচের।
Published By: Arpan DasPosted: 02:35 PM Dec 12, 2024Updated: 02:35 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেগ চ্যাপেলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কীরকম, তা আর নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট তিক্ত। তার পর গঙ্গায় অনেক জল গড়িয়েছে। কিন্তু সুযোগ পেলে এখনও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কড়া কথা বলার সুযোগ ছাড়েন না প্রাক্তন অজি তারকা। এবার তাঁর নিশানায় রোহিত শর্মা, বিরাট কোহলি। 'মোটা টাকার বেতন' ছেড়ে তাঁরা কেন অবসর নিচ্ছেন না, সেই প্রশ্ন তুলে দিলেন চ্যাপেল।

Advertisement

অথচ দিন কয়েক আগেই বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। কিন্তু অ্যাডিলেডে ভারত হারতেই তিনি তীক্ষ্ণ বাক্যবাণ আনলেন বিরাট-রোহিতদের উদ্দেশে। টেস্টে যে দুজনেরই অফ ফর্ম চলছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু কেন তাঁরা এখনও অবসর নিচ্ছেন না? কেন নির্বাচন কমিটি কড়া সিদ্ধান্ত নিচ্ছেন না? চ্যাপেলের অভিযোগের তালিকা বেশ লম্বা।

ঠিক কী বললেন ভারতের প্রাক্তন কোচ? তাঁর বক্তব্য, "তোমার নিজেরই বোঝা উচিত, ফর্ম ভালো চলছে কিনা। এটা ঠিক যে, তাঁরা খেলাটা ভালোবাসে। দুজনেই দীর্ঘদিন খেলা চালিয়েও যেতে চাইবে। সেটাতে তাঁদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আর সেই জন্যই দল নির্বাচনের পদ্ধতিতে বদল আনা দরকার। এমন নির্বাচকদের আনা দরকার, যাঁরা কঠিন সিদ্ধান্ত নিতে পিছু হটবেন না। সব সময় যে অবসরের সিদ্ধান্ত ক্রিকেটাররাই নেবেন, তা নয়। দিনের শেষে মোটা অঙ্কের বেতন ছাড়তে কে চায়? তাই নির্বাচন কমিটিকেই কড়া সিদ্ধান্ত নিতে হবে।"

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই কুড়ি-কুড়ির ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত-বিরাট। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে তাঁদের সরাতে গেলে কঠোর হতে হবে নির্বাচকদের। তেমনটাই মত চ্যাপেলের। তিনি বলছেন, "মানছি, ওদের অবসর নিতে বলার কাজটা খুব কঠিন। সেই জন্য সঠিক লোককে মাথায় বসাতে হয়। ফর্মের ভালোমন্দ সবারই থাকে। কিন্তু সব সময় উন্নতির চেষ্টা করতে হয়। নতুন প্লেয়ার আনতে হবে, আবার অনেককে বাদ দিতে হবে। কিন্তু মহাতারকাদের নিয়ে এই এক সমস্যা। যতদিন খুশি খেলার ছাড়পত্র পেয়ে যায়। মাঝেমধ্যে সেটা একটু দীর্ঘ হয়ে যায়।" অতীতেও ফর্ম নিয়ে নানা প্রশ্নের যোগ্য জবাব দিয়েছেন রোহিরাট। এবার কি অস্ট্রেলিয়ার সঙ্গে চ্যাপেলকেও যোগ্য জবাব দিতে পারবেন তাঁরা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রেগ চ্যাপেলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কীরকম, তা আর নতুন করে বলার নয়।
  • এবার তাঁর নিশানায় রোহিত শর্মা, বিরাট কোহলি।
  • 'মোটা টাকার বেতন' ছেড়ে তাঁরা কেন অবসর নিচ্ছেন না, সেই প্রশ্ন তুলে দিলেন চ্যাপেল।
Advertisement