সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে অব্যাহত 'ধুরন্ধর' ঝড়। আদিত্য ধরের ছবির হাজার কোটির ক্লাবে ঢোকাটা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। সমস্ত কুশীলবই প্রশংসিত হচ্ছেন। কিন্তু নিঃসন্দেহে রহমান ডাকাইতের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় সবাইকে ছাপিয়ে গিয়েছে। এমনকী নায়ক রণবীরকেও তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ারিং করার সময় ফিকেই দেখিয়েছে। অক্ষয়ের এই সাফল্যে কি হিংসে করছেন মাধবন? এমনই গুঞ্জন টিনসেল টাউনে। এই পরিস্থিতিতে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা।
অজয় সান্যাল নামের চরিত্রে মাধবনকে যতটুকু দেখা গিয়েছে তিনি চমকে দিয়েছেন। কিন্তু কোথাও কি মনে হচ্ছে না অক্ষয়ের ছায়ায় ঢাকা পড়েছেন তিনি? তাঁর স্পষ্ট জবাব, ''একেবারেই না। অক্ষয়ের জন্য খুশি না হওয়ার কিছু নেই। ও যা প্রশংসা পাচ্ছে, তার সবটাই ওর প্রাপ্য।'' অক্ষয়কে 'প্রতিভাবান এবং মাটির কাছে থাকা' অভিনেতা বলে অভিহিত করেছেন মাধবন। তাঁকে বলতে শোনা গিয়েছে, 'ও চাইলেই হাজার হাজার সাক্ষাৎকার দিয়ে বেড়াতে পারত। কিন্তু সেসব কিছু না করে নিজের নতুন বাড়িতে বসে থেকে নৈশব্দ্যকে উপভোগ করছে ও, যেটা গত কয়েক বছর ধরেই করে এসেছে।' উল্লেখ্য, অক্ষয় এর আগে 'ছাবা' ছবিতেও দর্শকদের মন জিতেছিলেন। বছর পেরতে না পেরতেই ফের বিনোদুনিয়ায় আলোচনার শীর্ষে অক্ষয়।
আইনি জটিলতা, বিতর্ক সঙ্গী করে গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। আর তারপর থেকেই ‘ধুরন্ধর’ জ্বরে কাবু গোটা দেশ তথা বিশ্ব! পঁচিশের বক্স অফিস নম্বরের নিরিখেও অনেকটা এগিয়ে এই ছবি। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’, এমনকী হৃতিক রোশনের ‘ওয়ার’-এর আয়কে পিছনে ফেলে দিয়ে ‘বাহুবলী- দ্য বিগিনিং’-এর রেকর্ডও দুরমুশ করেছে ‘ধুরন্ধর’। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির রমরমা বাজারে এই সিনেমা বলিউডের হয়ে যোগ্য জবাব ছুড়ল।
