সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগা-শোভিতার অনুরাগীরা একেবারে মুখিয়ে রয়েছেন তাঁদের জাঁকজমক বিয়ে (Naga Sobhita Wedding) দেখার জন্য। কিন্তু বিয়ে বাড়ি জুড়ে কড়া নিরাপত্তা। নিমন্ত্রিত অতিথিরা ছাড়া কাকপক্ষীও যাতে বিয়ে বাড়িতে ঢুকতে না পারে, সেদিকে নজর রেখেছে নিরাপত্তাকর্মীরা। তবে তারই মাঝে জানা গেল বুধবার রাত ৮ টায় মালবদল হবে শোভিতা (Sobhita Dhulipala) ও নাগার (Naga Chaitanya)। দক্ষিণী বিয়ের রীতি মেনে, সন্ধে থেকেই চলবে নানা অনুষ্ঠান। শোনা যাচ্ছে, নাগা-শোভিতার মালাবদলের জন্য চেন্নাই থেকে আনা হচ্ছে বিশেষ ফুল।
নাগা-শোভিতার বিয়ের অতিথি তালিকাও বেশ লম্বা। তালিকায় রয়েছে, চিরঞ্জিবী, আল্লু অর্জুন, পি ভি সিন্ধু, নয়নতারা, রানা ডগ্গুবতি, জুনিয়ার এনটিআর, রামচরণ, মহেশ বাবুর মতো দক্ষিণী তারকারা।
জানা গিয়েছে, ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। প্রথম বিয়ের মতো, এবার আর কোনও এক্সপেরিমেন্টে যেতে চাইছেন না অভিনেতা। বরং ঐতিহ্য মেনেই বিয়ের সমস্তরকম রীতিনীতি মানবেন অভিনেতা। আর সেই কারণেই জনপ্রিয় স্টুডিওতেই বিয়ে সারবেন। পরিবারের বয়ষ্করা যাতে বিয়েতে অংশ নিতে পারেন, সেই কারণেই এমন ভেন্যু বেছে নিয়েছেন নাগা।
অন্যদিকে শোভিতা শোভিতাও বিয়ের দিন ঐতিহ্যবাহী শাড়িই পরবেন। সম্ভবত তিনি বেছে নেবেন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। আর সঙ্গে থাকবে ঐহিত্যবাহী সোনার গয়না। এ ব্যাপারে দক্ষিণী স্টাইলকেই বেছে নিয়েছেন শোভিতা।
৮ ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে নাগা ও শোভিতা বিয়ে করবেন, তখন থেকেই এই বিয়ের খুঁটিনাটি জানতে হন্যে হয়ে পড়েছে অনুরাগীরা। তবে খুশির খবর, কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। আর এই ব্যবস্থা করে দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম! হ্যাঁ, ওটিটিতেই মুক্তি পাবে নাগা ও শোভিতার বিয়ের ভিডিও। জানা গিয়েছে, নেটফ্লিক্সের কাছে তাঁদের বিয়ের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি টাকায়! তবে এই খবর রটে গেলেও, নাগা ও শোভিতার পরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি এই বিষয়টি।
অন্যদিকে, নাগার প্রাক্তন স্ত্রী সামান্থা বহু আগেই এই বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন। তিনি নাগা ও শোভিতাকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন সুখী দাম্পত্য়ের। সামান্থার সেই মন্তব্য ফের ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।