সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের 'অ্যাংরি ইয়ংম্যান' হিসেবে অমিতাভ বচ্চন পরিচিত। তবে তাঁর ঘরনি জয়া বচ্চনের রাগের কাছে বোধহয় সবকিছুই প্রায় হার মানে। বিশেষ করে পাপারাজ্জিরা যখন জয়ার আশেপাশে আসেন তখন প্রবীণ অভিনেত্রীর রাগ বেড়ে হয় কয়েকশো গুণ। তাঁদের সঙ্গে জয়ার যে প্রায় একপ্রকার আদায়-কাঁচকলায় সম্পর্ক তা বললেও ভুল হবে না। এবার ফের সেরকমই এক পরিস্থিতি তৈরি হল। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন জয়া বচ্চন। আর সেখানেই তাঁর দিকে ক্যামেরা তাক করতেই ছবিশিকারীদের দেখে চটে লাল হলেন জয়া।
ইতিমধ্যেই জয়ার সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে বোঝা যাচ্ছে তিনি ঠিক কতটা রেগে গিয়েছেন। জয়া বলেন, "কারা এরা? এর নাম মিডিয়া? এরা সাংবাদিক? আমাকে সাংবাদিক ঠিক কেমন হন তা বোঝাতে আসবেন না। আমি ব্যক্তিগতভাবে জানি একজন শিক্ষিত, মার্জিত সাংবাদিক কীভাবে নিজেকে তুলে ধরেন। আমার বাবা নিজে একজন সাংবাদিক ছিলেন।"
জয়া আরও বলেন, "এই যে এরা একটা ফোন হাতে নিয়ে চলে এসেছে। এঁদের কী যোগ্যতা রয়েছে? এদের শিক্ষাগত যোগ্যতা কী? নোংরা জামাকাপড় পরে, যেমন ভাবে ইচ্ছা চলে এসেছে। নিজেদের কী মনে করে এরা? হাতে একটা ফোন আছে মানেই কি সব করতে পারেন এনারা? সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। শুধু তারকাদের ছবি মুঠোফোনে বন্দি করলেই নিজেকে সাংবাদিক বলা যায় না। তার জন্য পড়াশোনার প্রয়োজন।"
এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে জয়াকে বলতে শোনা গিয়েছে পাপারাজ্জিদের উদ্দেশ্যে, ভদ্রতা বজায় রেখে ছবি তোলার জন্য। শুধু তাই নয়, সম্প্রতি নাতনি নব্যার পডকাস্ট শোতে এসেও এই নিয়ে উষ্মা প্রকাশ করেন জয়া। বলেন, "এই পাপারাজ্জিরা তিলকে তাল করেন। তাঁরা একরকম ছবি বা ভিডিও নেন আর তা আরেকভাবে মানুষের সামনে তুলে ধরেন। কী করেন এভাবে তাঁরা তা আদৌ কি জানেন? এ কাজ একেবারেই সঠিক নয়।"
