সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারিতে সোশাল মিডিয়া তোলপাড় হয়েছিল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হুমকি দেওয়ার ঘটনায়। তাঁর স্ত্রী প্রথম সেই পোস্ট প্রকাশ্যে আনেন। অভিযোগ ওঠে দেবের ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই বিষয়টি ঘটানো হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জিনিয়ার বিকৃত ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দুই ঘটনার প্রতিবাদে শিবপ্রসাদ-জিনিয়া সাইবার ক্রাইম দপ্তরে জানানোর পর রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন। এবার সেই ঘটনার তদন্তে আলিপুর আদালতে নিজের বয়ান রেকর্ড করলেন চিত্রনাট্যকার-সাংবাদিক জিনিয়া সেন।
শনিবার আলিপুর আদালতে জুডিশিয়াল মেজিস্ট্রেটের সামনে গোটা ঘটনার বিষয়ে নিজের বয়ান রেকর্ড করান জিনিয়া। তাঁকে আদালত চত্বরে দেখে স্বভাবতই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, এই তদন্ত এবার কোন দিকে গড়াবে? উল্লেখ্য জানুয়ারি মাসের ঘটনার পর নেটদুনিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। এমনকী এই জঘন্য ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তির দাবিও ওঠে। ঘটনার প্রতিবাদে শিবপ্রসাদ-জিনিয়ার পাশে দাঁড়ায় টলি ইন্ডাস্ট্রির অনেকেই। কিন্তু নিশ্চুপ ছিলেন দেব। সেই বিষয়টিও অবশ্য নেটনাগরিকদের নজর এড়ায়নি সেই সময়। অভিযুক্তদের খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তির দাবিতে লালবাজার সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের করেন দম্পতি। সেই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ।
উল্লেখ্য ‘খাদান’-এর প্রথম হল ভিজিটের পর দেব নিজে বলেছিলেন ‘বহুরূপী’ চব্বিশের বিগেস্ট হিট। আর এই সাফল্য ‘খাদান’কে সাহায্য করেছে দর্শককে বেঁধে রাখার ক্ষেত্রে। কিন্তু আচমকাই শিবপ্রসাদকে আক্রমণ করা শুরু করে দেবভক্তরা। পরিচালককে ট্যাগ করে একাধিক মন্তব্যের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন স্ত্রী জিনিয়া। তাতে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ অকথ্যভাষায় গালিগালাজও করা হয়েছে পরিচালক-অভিনেতাকে। এতেই জিনিয়ার জবাব, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশাল মিডিয়া লাইফের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা ‘পুষ্পা’ বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…।’ এরপরই দেবভক্তদের রোষের মুখে পড়েন জিনিয়া। তাঁর বিকৃত ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওযায় ব্যাপারে সহযোগিতা করতেই নিজের বয়ান রেকর্ড করিয়েছেন জিনিয়া। উল্লেখ্য, আগামী ৯ মে বড়পর্দায় মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের নতুন ছবি 'আমার বস'। এই ছবির ক্রিয়েটিভ প্রডিউসারের দায়িত্ব সামলেছেন জিনিয়া।