shono
Advertisement
Kangana Ranaut

কীসের লোভে বিজেপিতে যোগ? মুখ খুললেন কঙ্গনা

লোকসভায় হিমাচলের মান্ডি থেকে বিজেপির প্রার্থী কঙ্গনা।
Posted: 11:40 AM Apr 04, 2024Updated: 12:35 PM Apr 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর ধরেই কঙ্গনার কপালে হিট নেই। তবে তিনি খবরে রয়েছেন। বলিউড হোক কিংবা দেশের রাজনীতি, নানা বিতর্কে মুখ খুলে কঙ্গনার অপর নাম বিতর্ক 'ক্যুইন'। ঠিক এই সময় থেকেই নিন্দুকরা লক্ষ্য করেছেন, নানাভাবে গেরুয়া শিবিরের নজর কাড়তে কঙ্গনা একেবারে তটস্থ। কঙ্গনার মোদি ভক্তিই বুঝিয়ে দিয়েছিল, সিনেমার কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে কঙ্গনার পাখির চোখ রাজনীতি। বিশেষ করে পদ্ম হাতেই যে রাজনীতির মাঠে 'মণিকর্ণিকা' হতে চেয়েছিলেন কঙ্গনা তা ছিল স্পষ্ট। যেমন প্ল্যান, তেমনই কাজ। এবারের লোকসভায় হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কঙ্গনার হল স্বপ্নপূরণ।

Advertisement

কঙ্গনা যেখানে, বিতর্ক সেখানে। একথা তো এখন একশো শতাংশ সত্য। রাজনীতিতে নামতেই বিতর্ক শুরু। নিন্দুকরা মনে করছেন, নিজের ব্যক্তিগত স্বার্থ এবং সাধপূরণ করতেই কঙ্গনা রাজনীতিতে এসেছে। অনেকে তো মনে করছেন, বলিউডে নিজের আধিপত্য বাড়াতেই কঙ্গনার এমন ফন্দি। সত্য়িকারের বলিউডের 'ক্যুইন' হওয়ার লোভেই নাকি বিজেপিতে যোগ দিয়েছেন তিনি!

ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার নেপথ্যের কারণ ফাঁস করলেন কঙ্গনা। স্পষ্ট জানালেন, বিজেপির সঙ্গে তাঁর আত্মিক যোগ রয়েছে।

কঙ্গনার কথায়, ''মানুষের সেবা করাই আমার ধর্ম। ছোটবেলা থেকে তেমনটাই শিখেছি। আসলে ২০ বছর ধরে সিনেমা করেছি। একটা ঝকঝকে জীবনযাপন করেছি। অনেক হল,  এবার সাধারণ মানুষের জন্য কিছু করার সময় এসেছে। এই সুযোগ ভগবান সবাইকে দেয় না। আমি সেটা পেয়েছি এবং আর এর সঠিক ব্যবহার করব। এখন এটাই আমার একমাত্র উদ্দেশ্য''

কঙ্গনা আরও জানান, ''বিজেপি এমন একটা রাজনৈতিক দল। যাদের মূল্যবোধ আমার মূল্যবোধের সঙ্গে মিলে যায়। তাই বিজেপিতে যোগ দিয়েছি। আমি জানি বিজেপির হাত ধরেই সাধারণের হয়ে কাজ করতে পারব। আমি অভিনেতা নই, নেতাও নই। আমি সাধারণ এক কর্মী।''

গত শুক্রবার সকালে মান্ডিতে পৌঁছে প্রথম ভোটপ্রচার শুরু করলেন কঙ্গনা। হুডখোলা গাড়িতে মান্ডির রাজপথে কঙ্গনার মেগা রোড শো ছিল দেখার মতো। সাদা রঙের পোশাকে কঙ্গনা তখন বলিউডের ক্যুইন নয়, বরং জননেত্রী। কঙ্গনাকে দেখতে উপচে পড়া ভিড় বুঝিয়ে দিল, মান্ডিতে কঙ্গনা ম্যাজিক কিন্তু ইতিমধ্যেই কাবু করে ফেলেছে।

[আরও পড়ুন: যত দোষ জুহির! দল খারাপ খেললেই রেগে যান শাহরুখ, বন্ধুর ‘কুকথা’ ফাঁস অভিনেত্রীর]

গাড়িতে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে কঙ্গনার গলায় একটাই সুর, ”আমি মান্ডির মেয়ে, মান্ডির হয়েই ভোটে দাঁড়িয়েছি।” কঙ্গনা আরও বললেন, ”আমাকে কোনও তারকা ভাববেন না। আমি আপনাদের বোন। মান্ডির প্রত্যেকেই আমার পরিবারের অংশ।”

গেরুয়া শিবিরের প্রার্থীপদ পেতেই কোমর বেঁধে নেমেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গেও দেখা করেছেন অভিনেত্রী। নাড্ডার সঙ্গে ঘণ্টাখানেকের সাক্ষাৎকারে রাজনীতির মাঠে নবাগতা হিসেবে বেশ কিছু নির্বাচনী টিপসও নিয়েছেন বলিউড ক্যুইন। সোশাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারের ছবি শেয়ার করে নিজেই তা জানিয়েছিলেন।

এক্স হ্যান্ডেলে জে পি নাড্ডার সঙ্গে ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত লিখেছিলেন, “আজ সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় জগৎ প্রকাশ নাড্ডাজি’র সঙ্গে দেখা করলাম। উনি যেভাবে আমাকে পথ দেখালেন এবং সমর্থন করলেন, তার জন্য আমি ওঁর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময়ে মান্ডির উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করব, কথা দিলাম। জয় হিন্দ।”

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোশাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারের ছবি শেয়ার করে নিজেই তা জানিয়েছিলেন।
  • ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার নেপথ্যের কারণ ফাঁস করলেন কঙ্গনা।
Advertisement