shono
Advertisement
Kapil Sharma

খলিস্তানি হামলার পর রমরিময়ে বেড়েছে ক্যাফের আয়, কানাডার পার্লামেন্টেও 'স্টার' কপিল শর্মা!

কানাডার ক্যাফেতে গোলাগুলিকাণ্ড নিয়ে মুখ খুললেন কৌতুক অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 08:17 PM Nov 26, 2025Updated: 09:05 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্ট মাসে কানাডায় কপিল শর্মার সদ্য উদ্বোধন হওয়া বিলাসবহুল ক্যাফেতে হামলা চালিয়েছিল খলিস্তানিরা। কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় রেস্তরাঁর কাচের সব দেওয়াল। পরবর্তীতে সেই ক্যাফেতে দু' বার হামলা চালায় বিষ্ণোই গ্যাং। দুই নিষিদ্ধ গোষ্ঠীর অভিযোগ অবশ্য ভিন্ন! তবে টার্গেট এক- কপিল শর্মা। এবার কানাডার সেই 'অভিশপ্ত পর্ব' নিয়েই মুখ খুললেন কপিল শর্মা।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌতুক অভিনেতা বলেন, "ঘটনাটা কানাডার ভ্যাঙ্কুভারে ঘটেছিল। সম্ভবত, তিন রাউন্ড গুলি চালায় আততায়ীরা। আমার মনে হয়েছে, এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওদেশের পুলিশের মধ্যে নেই। তাই আমাদের সঙ্গে যখন এমন ঘটনা ঘটল, সেটা নিয়ে ওখানকার রাজনৈতিক মহলেও প্রচুর আলোচনা হয়। এমনকী বিষয়টা নিয়ে কানাডার পার্লামেন্টেও আলোচনা হয়েছে।" কপিলের সংযোজন, "আমাদের ক্যাফেতে হামলা হওয়ার ঘটনা কানাডা সরকারকে নাগরিক নিরাপত্তা আরও জোরদার করতে বাধ্য করেছে। আমি বিশ্বাস করি যে ঈশ্বর যাই করুন না কেন, আমরা প্রায়শই এর নেপথ্যের কারণটা বুঝতে পারি না। তবে অনেকেই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে ওদেশের বিশৃঙ্খল পরিস্থিতির কথা জানিয়েছিলেন। আমাদের ক্যাফের গুলিকাণ্ডের ঘটনা খবরের শিরোনামে আসার পর কানাডা প্রশাসন আরও নড়েচড়ে বসেছে!" 

ফাইল ছবি

ঘটনার জেরে কপিলের ব্যক্তিগতজীবনে কোন প্রভাব পড়েছে কি? সেপ্রসঙ্গে কৌতুক অভিনেতা জানান, "প্রত্যেকটা হামলার পর আমাদের ক্যাফের ব্যবসা রমরমিয়ে বেড়েছে। আরও বেশি সংখ্যক মানুষ আসছেন আমাদের রেস্তরাঁয়। আসলে ঈশ্বর আপনার সাথে থাকলে সব ঠিক থাকে।" পাশাপাশি মুম্বই পুলিশ এবং প্রশাসনের ভূয়সী প্রশংসা করে কপিল জানিয়েছেন, "এই শহর এখনও নিরাপদ। মুম্বইতে কোনওদিন আমি নিরাপত্তাহীনতায় ভুগিনি।" সম্প্রতি কপিল তাঁর নতুন সিনেমা 'কিস কিসকো প্যায়ার করু ২'-এর ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন কৌতুক অভিনেতা। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন কপিল শর্মা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কানাডার সেই 'অভিশপ্ত পর্ব' নিয়েই মুখ খুললেন কপিল শর্মা।
  • বিষয়টা নিয়ে কানাডার পার্লামেন্টেও আলোচনা হয়েছে, জানালেন কৌতুক অভিনেতা।
  • কপিলের সংযোজন, "আমাদের ক্যাফেতে হামলা হওয়ার ঘটনা কানাডা সরকারকে নাগরিক নিরাপত্তা আরও জোরদার করতে বাধ্য করেছে।
Advertisement