shono
Advertisement
Dev And Karimul Haque

অসুস্থ 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' করিমুল হক, খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব

সম্প্রতি পদ্মশ্রী প্রাপ্ত 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' করিমুল হকের জীবনী পর্দায় তুলে ধরার কথা ঘোষণা করেছেন তারকা-সাংসদ দেব।
Published By: Tiyasha SarkarPosted: 10:47 AM Jan 14, 2026Updated: 01:31 PM Jan 14, 2026

সম্প্রতি পদ্মশ্রী প্রাপ্ত 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' (Bike Ambulance Dada) করিমুল হকের (Karimul Haque) জীবনী পর্দায় তুলে ধরার কথা ঘোষণা করেছেন তারকা-সাংসদ দেব (Dev)। ইতিমধ্যেই পোস্টারও প্রকাশ্যে এসেছে। এসবের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন জলপাইগুড়ির 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' করিমুল হক। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। খবর পেয়েই তাঁকে দেখতে ছুটলেন তারকা সাংসদ। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে দ্রুত আরোগ্য কামনা করলেন দেব।

Advertisement

 

জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন করিমুল হক। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়ে গিয়েছে। বর্তমানে আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি। উঠে বসার অনুমতিও দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়েছে করিমুল হকের সঙ্গে দেখা করেন দেব। বেশ কিছুক্ষণ সেখানে কাটান। সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন সাংসদ। লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো করিমদা। তোমার জন্য প্রার্থনা জানাচ্ছি। তুমিই তো আমাদের বাস্তবের অ্যাম্বুল্যান্স দাদা'।

প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল। বাইকেই তিনি মুমুর্ষু রোগীদের পৌঁছে দিতেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর তিনি সমাজসেবা করে চলেছেন। স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ (Padmasree) সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল, তাঁর বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। চলতি বছরের আগষ্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement