shono
Advertisement

Breaking News

Kartik Aaryan

গ্রিসের রহস্যময়ীর সঙ্গে গোয়ায় এক হোটেলেই রাত্রিবাস কার্তিক আরিয়ানের, ফাঁস গোপন খবর!

গোয়ার হোটেল থেকে ফাঁস চাঞ্চল্যকর তথ্য! তোলপাড় বিটাউন।
Published By: Sandipta BhanjaPosted: 06:00 PM Jan 09, 2026Updated: 06:28 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেচো খুঁড়তে কেউটে! কার্তিক আরিয়ানের গোয়া ট্যুর নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। সমুদ্র সৈকতে যে রহস্যময়ীর সঙ্গে সময় কাটাতে গিয়ে নেটপাড়ার আতসকাচে পড়েছেন অভিনেতা, সেই গ্রিস সুন্দরীর সঙ্গে নাকি গোয়ায় একই হোটেলে রাত্রিবাস করেছেন 'রুহ বাবা'! আর এহেন গোপন খবর ফাঁস হতেই টিনসেল টাউনে 'গসিপে'র অন্ত নেই।

Advertisement

সোশাল মিডিয়া থেকে বলিপাড়ার নিশিঠেক, সর্বত্রই এখন কার্তিকময়। 'হট কেকে'র মতো বিকোচ্ছে গ্রিসের করিনা কুবিলিওতের সঙ্গে 'রুহ বাবা'র প্রেমচর্যা। এমন আবহেই আবার ডেটিং অ্যাপে অভিনেতার অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন নেটমহলের একাংশ। যা কিনা গত দিন কয়েকের চর্চাযজ্ঞে আরও ঘৃতাহূতি করেছে, বললেও অত্যুক্তি হয় না! তবে সব ছাপিয়ে এবার আরও জব্বর খবর এল গোয়া থেকে! জানা গিয়েছে, কার্তিক-করিনা গোয়ার একই হোটেলে রাত্রিবাস করেছেন। যদিও সেটা একই ঘরে কিনা, তা নিয়ে ধন্দ রয়েছে। তবে যা রটে তার কিছুটা হলেও তো বটে! ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, "চলতি সপ্তাহের গোড়ার দিকে একইসময়ে কার্তিক এবং ওই বিদেশি তরুণী গোয়ার সেন্ট রেজিস হোটেলে ছিলেন।" যদিও আরেক সূত্র জানিয়েছে যে, "এক হোটলে রাত্রিবাস করলেও তাঁরা পৃথক ঘরে ছিলেন।" যদিও চলতি গুঞ্জনের আবহে 'কার্তিককে চিনি না' বলে পুরো বিষয়টাকেই উড়িয়ে দিতে চেয়েছিলেন করিনা। এমনকী অভিনেতাও এই ব্যাপারে স্পিকটি নট! কিন্তু এত সহজে কি আর 'রুহ বাবা'র ভক্তদের ফাঁকি দেওয়া যায়? ঠিক খুঁজেপেতে লাস্যময়ীর ঠিকুজি-কুষ্ঠি বের করে ফেলেছেন তাঁরা।

আসলে গত সোমবার রাত থেকেই নেটভুবন তোলপাড় এক ছবি নিয়ে। গোয়ার সৈকতে রিল্যাক্স মুডে বসে একটি ছবি শেয়ার করেছিলেন কার্তিক আরিয়ান। অভিনেতার ফ্রেমে দেখা যায়, ধু-ধু করা বালুচড়ের মাঝে আরাম কেদারায় বসে রয়েছেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই নেটপাড়ায় ফাঁস হয় এক রহস্যময়ীর ছবি। আর সেখানেই কার্তিকের ছবির সঙ্গে সাযুজ্য খুঁজে পেয়েছেন নেটবাসিন্দারা। তোয়ালের রং থেকে চেয়ারের প্যাটার্ন, সবটাই হুবহু মিলে গিয়েছে। অতঃপর দুটো ফ্রেম মিলিয়ে দুয়ে দুয়ে চার করার সুযোগ হাতছাড়া করেননি তাঁরা। গুঞ্জন, মার্কিন মুলুকের এই সুন্দরী পড়ুয়ার সঙ্গেই নাকি বর্তমানে ডুবে ডুবে জল খাচ্ছেন ‘রুহ বাবা’!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রিস সুন্দরীর সঙ্গে নাকি গোয়ায় একই হোটেলে রাত্রিবাস করেছেন 'রুহ বাবা'!
  • এহেন গোপন খবর ফাঁস হতেই টিনসেল টাউনে 'গসিপে'র অন্ত নেই।
  • ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, "চলতি সপ্তাহের গোড়ার দিকে একইসময়ে কার্তিক এবং ওই বিদেশি তরুণী গোয়ার সেন্ট রেজিস হোটেলে ছিলেন।"
Advertisement