shono
Advertisement
Toxic

গোরস্থানে যৌনতা! 'টক্সিক'-এর টিজার ঘিরে নিন্দার ঝড়, পরিচালক বললেন, 'আমি তো মজায়...'

হলিউড স্টাইল অ্যাকশন দৃশ্যের চেয়েও নারীর রতিসুখই ফোকাসে।
Published By: Biswadip DeyPosted: 09:00 PM Jan 09, 2026Updated: 09:00 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটভুবনে অব্যাহত ‘টক্সিক’ চর্চা। টিজারে গোরস্থানে উদ্দাম যৌনতা দেখানো নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক। যশের লুক, ছবির লুক অ্যান্ড ফিল- এসব আলোচনাকে পিছনে ফেলে দিয়েছে বিতর্কই। এহেন বিতর্কের মধ্যেই মুখ খুললেন পরিচালক গীতু মোহনদাস। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। কী লিখলেন তিনি?

Advertisement

তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'আমি তো মজায়, এদিকে লোকজন নারীর যৌনসুখ, যৌনতায় সম্মতি, নারীদের দ্বারা সিস্টেমকে কাজে লাগানো ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভেবেই চলেছে।' অভিনেত্রী রিমা কাল্লিঙ্গালের সঙ্গে যৌথভাবে এই পোস্ট করেছেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'টক্সিক'-এর টিজার। মিনিট তিনেকের ঝলক শুরুই হয়েছে গোরস্থানের দৃশ্য দিয়ে। আচমকাই সেখানে ডন স্টাইলে আবির্ভাব রায়ার। মুহূর্তের মধ্যে শোকের আবহ বদলে গেল বোমাবাজি, মুহুর্মুহু গোলাগুলি আর রক্তারক্তিতে। কিন্তু ভ্রুক্ষেপ নেই নায়কের। সে তখন গাড়ির ভিতর সম্ভোগে মত্ত! সুখের তুঙ্গ মুহূর্তে যেই পৌঁছলেন নারীটি, অমনি বিস্ফোরণ ঘটল। সাহসী দৃশ্যের শেষে গাড়ি থেকে বেরিয়ে সিগারেট ধোঁয়া উড়িয়ে ফের অ্যাকশন শুরু করল যশ। এমনই রগরগে সব মুহূর্ত দেখা গেল ‘টক্সিক’-এর টিজারে। যা দেখে নেটপাড়ার ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা অ্যানিম্যাল, ধুরন্ধর-এরও বাবা হতে চলেছে!’

২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে এই অন্ধকার রূপকথা। এই সিনেমারই পরিচালক গীতু মোহনদাস। হলিউড স্টাইল অ্যাকশন দৃশ্যও ততোধিক প্রশংসার দাবিদার। মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে এক নিষ্ঠুর সাম্রাজ্যের কথা শুনিয়েছেন তিনি। কিন্তু আপাতত ছবির সাহসিকতা, নারীর রতিসুখই ফোকাসে। কিন্তু পরিচালক বুঝিয়ে দিলেন, এসবে তিনি মাথা ঘামাচ্ছেন না। এদিকে টিজার দেখে ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর, সন্দীপ রেড্ডি ভাঙ্গারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেটভুবনে অব্যাহত ‘টক্সিক’ চর্চা। টিজারে গোরস্থানে উদ্দাম যৌনতা দেখানো নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক।
  • যশের লুক, ছবির লুক অ্যান্ড ফিল- এসব আলোচনাকে পিছনে ফেলে দিয়েছে বিতর্কই।
  • এহেন বিতর্কের মধ্যেই মুখ খুললেন পরিচালক গীতু মোহনদাস।
Advertisement