সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কল্কি ২৮৯৮ এডি'র পর দেড় বছর বাদে সিনেপর্দায় প্রত্যাবর্তন প্রভাসের। বছর খানেক ধরেই মন্দা কেরিয়ারের শিকার দক্ষিণী তারকা। তেইশ সালে 'আদিপুরুষ', চব্বিশ সালে 'কল্কি'র জন্য বিতর্কের শিরোনামে নাম লিখিয়েছিলেন প্রভাস। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'রাজা সাহেব' নিয়েও যে খুব একটা উন্মাদনা ছিল, তেমনটা নয়! অঙ্ক কষে সিনেবাণিজ্য বিশ্লেষকরা বলেছিলেন, এবারও বক্স অফিসে লোকসানের মুখে পড়তে পারেন প্রভাস। তবে শুক্রবার দক্ষিণের রাজ্যগুলির প্রেক্ষাগৃহে যে দৃশ্য ক্যামেরাবন্দি হল, তা দেখে তাজ্জব নেটভুবন!
কি না, আস্ত কুমির হাতে হলে ঢুকে পড়েছেন প্রভাসের অনুরাগীরা। তাও একটা নয়! জোড়া কুমির হাতে হলের গর্ভগৃহে রীতিমতো তাণ্ডব চালান তাঁরা। হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহ থেকে এমনই এক ভিডিও ফাঁস হয়েছে। যা দেখে শিউড়ে উঠেছে নেটপাড়ার একাংশ। যদিও ভিডিও দেখে প্রথমটায় আন্দাজ করা কঠিন যে এই কুমির আদৌ আসল না নকল! তবে জানা গেল, 'ডামি' কুমির হাতে হলে ঢুকেছিলেন প্রভাসের অনুরাগীরা। তবে এহেন ঘটনার জেরে হলের ভিতর হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু 'রাজা সাহেব' দেখতে এসে আচমকাই কেন কুমির নিয়ে এলেন অনুরাগীরা? আসলে সিনেমার এক দৃশ্যে কুমিরের সঙ্গে প্রভাসকে লড়তে দেখা গিয়েছে। যদিও সেটা ভিএফএক্সের কারসাজি ছিল, কিন্তু দেড় বছর বাদে প্রিয় তারকাকে পর্দায় স্বাগত জানাতে এমনই অভিনব পন্থা বেছে নিয়েছিলেন ভক্তরা।
অন্যদিকে হায়দরাবাদের বেশকিছু হলে দেরি করে শো শুরু হওয়ায় খেপে যান দর্শক। দক্ষিণের রাজ্যগুলিতে শুক্রবার ভোররাত থেকেই প্রভাসের সিনেমার শো রাখা হয়েছে। সেইপ্রেক্ষিতে একাধিক হলের বাইরে ভোর থেকেই থিকথিক করছে ভিড়। কিন্তু শো শুরু হতে সামান্য দেরি হওয়ায় ধৈর্য হারিয়ে ফেলেন 'রাজা সাহেব'-এর অনুরাগীরা। অতঃপর প্রেক্ষাগৃহের নিরাপত্তা বলয় টপকেই কেউ দরজা ভাঙার চেষ্টা করেন তো কেউ বা আবার অন্ধের মতো হুড়োহুড়ি শুরু করেন। ফলে হলের ভিতর তুলকালাম কাণ্ড বেঁধে যায়। আর তাতেই বাতিল হয় শো। যার জেরে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সবমিলিয়ে 'রাজা সাহেব' মুক্তির দিনেই নেতিবাচক চর্চায় দক্ষিণী তারকা প্রভাস।
