shono
Advertisement
Nusrat Jahan

যশের হাতে হাত রেখে কাটলেন কেক, কীভাবে জন্মদিন সেলিব্রেশন নুসরতের? দেখুন ভিডিও

৮ জানুয়ারি, বৃহস্পতিবার ছিল নায়িকা নুসরতের জন্মদিন।
Published By: Arani BhattacharyaPosted: 09:20 PM Jan 09, 2026Updated: 09:23 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ জানুয়ারি, বৃহস্পতিবার ছিল টলিউডের স্বনামধন্য অভিনেত্রী নুসরত জাহানের জন্মদিন। এবারের জন্মদিনটা পরিবারের সঙ্গে শহর থেকে দূরে কাটিয়েছেন নায়িকা। নুসরতের জন্মদিন কেমন কাটল তা জানার জন্য উৎসুক ছিলেন তাঁর ভক্তরা। জন্মদিন কাটতেই শুক্রবার একগুচ্ছ ছবি পোস্ট করলেন নায়িকা। সেখানেই বোঝা গেল ঠিক কীভাবে নিজের বিশেষ এই দিনটি কাটিয়েছেন তিনি।

Advertisement

কানাঘুষো শোনা যাচ্ছিল, জন্মদিনে শীতের সকালে বোলপুরের লালমাটির গন্ধ মেখেই নাকি উদযাপন করেছেন তিনি। অন্যদিকে নুসরতের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে যশ, ছেলে ঈশানকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন নায়িকা। সঙ্গে রয়েছে তাঁর দুই পোষ্যও। জন্মদিনে সাদা ও কালো পোশাকে সেজেছিলেন নুসরত। সঙ্গে বরাবরের মতো পারফেকট মেকআপ, হেয়ারস্টাইলে তাঁকে মানিস্যেছে বেশ। সঙ্গে মাথায় দিয়েছেন গোলাপি রঙের ফুলের একটি মালা। মুখে চওড়া হাসি যেন আরও উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে নায়িকার।

ছবি পোস্ট করে নুসরত ক্যাপশনে লেখেন, 'আমি ভীষণ খুশি জন্মদিনে আপনাদের থেকে এমন শুভেচ্ছা পেয়ে। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা আমি সবসময় নিজের সঙ্গে নিয়ে চলি। অনেক ধন্যবাদ আমার এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার জন্য। সকলকে অনেক ধন্যবাদ।' এদিন নাকি নুসরত সমস্ত ডায়েট ভুলে নিজের দিনটা উদযাপনেই মেতে থাকেন। কবজি ডুবিয়ে ভূরিভোজ আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েই তাই জন্মদিনের উদযাপনে মাতলেন নুসরত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জন্মদিন কাটতেই শুক্রবার একগুচ্ছ ছবি পোস্ট করলেন নায়িকা।
  • সেখানেই বোঝা গেল ঠিক কীভাবে নিজের বিশেষ এই দিনটি কাটিয়েছেন তিনি।
  • কানাঘুষো শোনা যাচ্ছিল, জন্মদিনে শীতের সকালে বোলপুরের লালমাটির গন্ধ মেখেই নাকি উদযাপন করেছেন
Advertisement