অরূপ বসাক, মালবাজার: মঙ্গলবারই মুম্বই থেকে ডুয়ার্সের উদ্দেশে রওনা হয়েছিলেন কার্তিক আরিয়ান। 'আশিকি ৩' সিনেমার জন্য নতুন লুকে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা। আর বুধ সকালে ডুয়ার্সের লিস নদীর চরে অনুরাগ বসুর ফ্রেমে শট দিতে দেখা গেল কার্তিককে। 'রাফ অ্যান্ড টাফ' লুক। পরনে সাদামাটা পোশাক। আলুথালু চুল। 'পাগলপ্রেমী' অবতারে বলিউড সুপারস্টারকে দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও।

এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন 'পুষ্পা ২'র 'কিশিক' খ্যাত শ্রীলীলা। যে দক্ষিণী সুন্দরীর সঙ্গে বর্তমানে কার্তিকের প্রেমের গুঞ্জনে সরগরম বলিপাড়া। সেই অভিনেত্রীও পৌঁছে গিয়েছেন ডুয়ার্সে। বুধবার থেকেই পুরোদমে নতুন সিনেমার শুটিং শুরু করলেন অনুরাগ বসু। এদিন বাগরাকোট গ্রামপঞ্চায়েতের লিস নদী সংলগ্ন এলাকায় শুটিং হচ্ছে। বলিউড ছবির টিমের পাশাপাশি সকাল থেকেই শশব্যস্ত এলাকার মানুষজনও। অনুরাগ বসুর ফ্রেমে কার্তিকের সঙ্গে রোম্যান্টিক শট দিতে দেখা গেল শ্রীলীলাকে। শুটের অবসরে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে দেখা গেল বলিউড অভিনেতাকে। চলতি বছর কালীপুজোর মরশুমেই অনুরাগ বসুর 'আশিকি ৩' মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি কার্তিক-শ্রীলীলার লুক 'আশিকি' লুকও বেশ প্রশংসিত হয়েছে। যদিও নির্মাতারা সিনেমার নাম এখনও ঘোষণা করেননি।
'আশিকি টু'তে আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর জুটি বেশ সুপারহিট হয়েছিল। এবার সিক্যুয়েলের পালা। অনেকদিন ধরেই ‘আশিকি থ্রি’ সিনেমার কথা শোনা যাচ্ছিল বলিউডের অন্দরে। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু হবে হবে করেও সিনেমার শুটিং শুরু হচ্ছিল না। এবার সেই অনিশ্চয়তা শেষ। পরিচালক অনুরাগ বসুর হাত ধরে ডুয়ার্সে 'আশিকি'র তৃতীয় ফ্র্যাঞ্চাইজির শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান, শ্রীলীলা। অনুরাগ অবশ্য মার্চ মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রতিশ্রুতি মাফিক দিন সাতেক আগেই তিনি রেইকি করতে পৌঁছে গিয়েছেন ডুয়ার্সে। জানা গেল, সিকিম, দার্জিলিং-সহ ডুয়ার্সের একাধিক জায়গায় 'আশিকি ৩' ছবির শুটিং করবেন অনুরাগ বসু এবং কার্তিক আরিয়ান। গত সোমবার চালসার অনতিদূরেই টিয়াবনের জঙ্গলে সদলবলে ক্যামেরায় চোখ রেখে লোকশন পরখ করতে দেখা গিয়েছে অনুরাগকে।
এদিকে বলিউড সিনেমার শুটিং হওয়ার কথা শুনে স্থানীয়রা বেশ উচ্ছ্বসিত। আশায় দিন গুনছিলেন, কবে কার্তিক আরিয়ান আসবেন শুটিং করতে? এবার তাঁদের অপেক্ষার অবসান। গত রবিবার সন্ধেয় উপর চালসার এক পাঁচতারা হোটেলে মাটিয়ালি পঞ্চায়েতের তরফে বলিউড পরিচালক অনুরাগ বসুকে সংবর্ধনা জানানো হয়। কোনওরকম তারকাসুলভ হাবভাব নেই। সাদামাটাভাবেই আলাপচারিতা সারেন অনুরাগ। এই অবশ্য প্রথম নয়, উত্তরবঙ্গের আটঘাঁট তাঁর ভালোই জানা। এর আগে রণবীর কাপুরকে নিয়ে ‘বরফি’ ছবির শুটিং করেছিলেন দার্জিলিঙে। এবার কার্তিক আরিয়ানের সঙ্গে ‘আশিকি ৩’ ছবির পালা।