shono
Advertisement

Breaking News

Kapil Sharma

কানাডায় কপিলের ক্যাফেতে হামলার পর দিল্লিতে এসে গা ঢাকা, গ্রেপ্তার গোল্ডি গ্যাংয়ের সদস্য

চলতি বছরের জুলাই মাসে কানাডায় কপিলের ক্যাফেতে চলেছিল হামলা।
Published By: Arani BhattacharyaPosted: 03:06 PM Nov 28, 2025Updated: 01:47 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে কানাডায় কপিলের (Kapil Sharma) ক্যাফেতে চলেছিল বন্দুকবাজের হামলা। ওই ঘটনায় এবার গ্রেপ্তার এক অভিযুক্ত। কপিলের ক্যাফেতে হামলার ঘটনায় শুক্রবার দিল্লি থেকে বন্ধু মান সিং শেখন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত গোল্ডি ব্রার দলের সদস্য। জুলাই মাসে কানাডায় কপিলের ক্যাফেতে হামলা হওয়ার পর সেখান থেকে পালিয়ে ভারতে এসে নাকি গা ঢাকা দিয়েছিলেন মান সিং শেখন নামে অভিযুক্ত ওই ব্যক্তি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বহু আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে, কপিলের ক্যাফেতে একাধিকবার হামলা চালানোর জন্য নাকি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র হামলাকারীদের সরবরাহ করার পরিকল্পনাও ছিল শেখনের। জুলাই মাসে কপিলের কানাডার ক্যাফেতে আক্রমণ হওয়ার পর আরও দু'বার সেখানে গুলি চলেছিল। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার পর সোশাল মিডিয়ায় একটি ভিডিও ও আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছিল ওই দুষ্কৃতি। ওই ভিডিওতেই শেখন ওই হামলার দায়ও স্বীকার করে। যা পুলিশ কর্মকর্তাদের নজর এড়ায়নি। শেষমেশ সেই পোস্টের সূত্র ধরেই দুষ্কৃতি শেখনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। 

ফাইল ছবি

শুধু তাই নয়, আক্রমণের পর সোশাল মিডিয়ায় ওই ব্যক্তি দায় স্বীকার করে এমনও লেখেন যে, 'আমাদের সাধারণ মানুষের সঙ্গে কোনও শত্রুতা নেই। কিন্তু বলিউডের যে তারকারা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে তাঁদের আক্রমণ করার আগে আমরা দু'বার ভাবব না।' এরপর দিল্লি পুলিশ শেখন-সহ ওই চারজনের সন্ধান পায়, যারা ওই হামলায় যুক্ত ছিল। এমনকী হামলায় সমস্ত অস্ত্র জোগান দেওয়ার কথাও পুলিশের কাছে নিজে মুখে স্বীকার করে শেখন। এই হামলার নেপথ্যে এই গ্যাংস্টার দলের ঠিক কী উদ্দেশ্য ছিল, কোন কোন জায়গায় অস্ত্র সরবরাহ করা হত, এবং আগামীতে আরও বড় কোনও হামলার ছক ছিল কিনা এই সবকিছুই খতিয়ে দেখছে এই মুহূর্তে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওই ঘটনায় এবার গ্রেপ্তার এক অভিযুক্ত।
  • কপিলের ক্যাফেতে হামলার ঘটনায় শুক্রবার দিল্লি থেকে বন্ধু মান সিং শেখন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
  • পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত গোল্ডি ব্রার দলের সদস্য।
Advertisement