shono
Advertisement
Khakee: The Bengal Chapter

চোখে সানগ্লাস, 'খাকি' উর্দিতে 'দাবাং' শাহরুখ, জিৎ-প্রসেনজিতের হয়ে মাঠে নামলেন কিং খান?

পুলিশের উর্দিতে শাহরুখ খানকে দেখেই চর্চা তুঙ্গে!
Published By: Sandipta BhanjaPosted: 02:54 PM Mar 06, 2025Updated: 07:38 PM Mar 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধে সৌরভ গঙ্গোপাধ্যায়, 'বিষ্যুদে' বাদশা। পুলিশের উর্দিতে তারকাদের দেখলেই 'খাকি' কানেকশন খুঁজে পাচ্ছে দর্শক-অনুরাগীরা। বৃহস্পতিবারই কলকাতার অনুষ্ঠানে 'খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার'-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। নেতা-মন্ত্রী, পুলিশের ইদুরদৌড়ে ট্রেলারেই সিস্টেমের মজ্জায় টোকা মেরে দিলেন নীরজ পাণ্ডে। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি রগরগে থ্রিলারে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ-পরমব্রত চট্টোপাধ্যায়দের মতো একঝাঁক বাংলার তারকাদের। আর সেই সিরিজের প্রচারের জন্যই ব্যাটন ধরলেন শাহরুখ খান (Shah Rukh Khan)?

Advertisement

জল্পনার সূত্রপাত, বুধবার রাতে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিং খানের এক পোস্টারের সুবাদে। যেখানে চোখে সানগ্লাস, পুলিশের উর্দিতে 'দাবাং' মেজাজে দেখা গিয়েছে শাহরুখকে। কানে আবার পরনে বুগারি গয়না। বাইকে উপবিষ্টা বলিউড সুপারস্টার। জওয়ান কিংবা পুলিশের ভূমিকায় একাধিকবার অভিনয় করলেও বাদশাকে এযাবৎকাল এহেন অবতারে দেখা যায়নি। আর সেই ছবি ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় শোরগোল! গুঞ্জন, তিনিও কি 'খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার'-এর (Khakee: The Bengal Chapter) প্রচার ভিডিও শুট করতেই এহেন অবতার ধারণ করেছেন? আবার অনেকের কৌতূহল, শাহরুখ কি ক্যামিও করছেন না এটা নীরজ পাণ্ডের 'খাকি'র প্রচার কৌশলী? সবমিলিয়ে নেটপাড়ায় জল্পনা তুঙ্গে। কারণ সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও নাকি 'খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার'-এর জন্য এমনই এক বিজ্ঞাপনী ভিডিও তৈরি করা হয়েছে। যদিও কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি নেটফ্লিক্স কর্তৃপক্ষ। বাকি উত্তর লুকিয়ে সময়ের গর্ভেই।

'খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার'-এর ট্রেলার জুড়ে মারাত্মক উত্তেজনার আবহ। বন্দুক, কার্তুজ, খুনোখুনির ঝলকেই দানা বাঁধল জমজমাট রহস্য। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে রগরগে দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক। দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে জিৎ এবং দোর্দণ্ডপ্রতাপ রাজনীতিকের ভূমিকায় প্রসেনজিৎ দুরন্ত। বোঝাই গেল, কেন ইন্ডাস্ট্রি বলেছিলেন, 'বাঘ-সিংহ আসছে'। আর এই ২.৩৭ মিনিটের ট্রেলারে মারকাটারি অবতারে নজর কাড়লেন শাশ্বত চট্টোপাধ্যায়। 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ ডনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগে টিজারের আবহে আগাগোড়াই প্রায় কৈলাস খেরের কণ্ঠনিঃসৃত 'এক অউর রং ভি দেখিয়ে ইয়ে বাঙ্গাল কা' এক অন্য মাত্রা যোগ করেছিল। এবার ট্রেলারে সংলাপ আর আবহসঙ্গীত জমিয়ে দিল।

ট্রেলারে নিঃসন্দেহে চোখ টেনেছে দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিতের দ্বৈরথ। এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। বাংলা নয়, হিন্দি এই ওয়েব সিরিজে। জিৎ এখানে ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে পরমব্রত চট্টোপাধ্যায়। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তাঁর ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল। এছাড়াও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর ট্রেলারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের। আগামী ২০ মার্চ নেটফ্লিক্স-এর পর্দায় দেখা যাবে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার' সিরিজের প্রচারের জন্যই ব্যাটন ধরলেন শাহরুখ খান?
  • বৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিং খানের এক পোস্টারের সুবাদে।
  • যেখানে চোখে সানগ্লাস, পুলিশের উর্দিতে 'দাবাং' মেজাজে দেখা গিয়েছে শাহরুখকে।
Advertisement