shono
Advertisement
Athiya Shetty-KL Rahul

'চ্যাম্পিয়ন' রাহুল ফিরতেই গদগদ ছবি পোস্ট অন্তঃসত্ত্বা আথিয়ার, হবু মা কিয়ারা বললেন...

আথিয়ার পোস্টে দারুণ প্রতিক্রিয়া অন্তঃসত্ত্বা কিয়ারার। কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 07:55 PM Mar 12, 2025Updated: 07:55 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে তেইশের বিশ্বকাপ ফাইনালের 'শাপমোচন' ঘটিয়ে বাজিগর কেএল রাহুল। গর্বে 'চ্যাম্পিয়ন' জামাইকে নিয়ে কলম ধরেছিলেন সুনীল শেট্টি। এবার ভারতীয় উইকেটকিপার-ব্যাটার স্বামী বাড়ি ফিরতেই রোম্যান্টিক ছবি পোস্ট করলেন অন্তঃসত্ত্বা আথিয়া শেট্টি।

Advertisement

গতবছরই তারকাদম্পতি সুখবর দিয়েছিলেন যে, তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। হবু মা আথিয়া যে বর্তমানে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন, বুধবার তাঁর শেয়ার করা পোস্টেই বেশ বোঝা গেল। কখনও স্বামী রাহুলের সঙ্গে বেবিবাম্প আগলে পার্কে হাঁটার ছবি দিয়েছেন তিনি, আবার কখনও বা দেখা গেল সোফায় আথিয়ার কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন রাহুল। আথিয়া বেবিবাম্প আরও স্পষ্ট। আর মাত্র এক মাসের অপেক্ষা। তারপরই ভূমিষ্ঠ হবে রাহুল-আথিয়ার প্রথম সন্তান। তার প্রাক্কালেই সুখী দাম্পত্যের সুখকর ঝলক প্রকাশ্যে আনলেন হবু মা-বাবা। ক্যাপশনে লেখা- 'ওহ বেবি!' যে ছবি দেখে উচ্ছ্বসিত বলিপাড়ার আরেক হবু মা কিয়ারা আডবাণীও। বেশ কয়েকটি ইমোজি পোস্ট করে অভিনেত্রীর প্রতিক্রিয়া, 'এমনই ভালোবাসায় জড়িয়ে থাকো। কুনজর দূরে থাক।'

রাহুল-আথিয়ার সন্তান কবে আসবে? কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের। সম্প্রতি চন্দা কোচারের পডকাস্টে এসে সেই সুখবর দিয়েছেন হবু দাদু সুনীল শেট্টি। তিনি জানান, "এখন সারাক্ষণ আমাদের নাতি-নাতনি নিয়েই কথাবার্তা হয়। আর কোনও আলোচনাই হয় না। অন্য বিষয় নিয়ে কেউ কথাই বলতে চায় না। এপ্রিলে কবে আমরা বাচ্চার মুখ দেখব, তারই দিন গুনছি।" তাঁর কথাতেই স্পষ্ট যে আগামী মাসে অর্থাৎ এপ্রিলেই মা হতে চলেছেন আথিয়া। সেই সময় অবশ্য আইপিএল চলবে। দিল্লির জার্সি গায়ে খেলায় ব্যস্ত থাকবেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য ছুটি নেবেন কি না রাহুল, তা অবশ্য এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেএল রাহুল বাড়ি ফিরতেই রোম্যান্টিক ছবি পোস্ট করলেন অন্তঃসত্ত্বা আথিয়া শেট্টি।
  • যে ছবি দেখে উচ্ছ্বসিত বলিপাড়ার আরেক হবু মা কিয়ারা আডবাণীও।
  • বেশ কয়েকটি ইমোজি পোস্ট করে অভিনেত্রীর প্রতিক্রিয়া, 'এমনই ভালোবাসায় জড়িয়ে থাকো। কুনজর দূরে থাক।'
Advertisement