সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করে অতিমারী উত্তরপর্বে বলিউডের হাল ফিরিয়েছিল। সেই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল নিয়ে দর্শক-অনুরাগীদের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও বলেছিলেন, 'ব্রহ্মাস্ত্র পার্ট ২'-এর (Brahmastra 2) জন্য একটু ধৈর্য ধরতে হবে। কারণ অনেক বড় পরিসরে তৈরি হবে সেই ছবি।' রণবীর-আলিয়া ব্যতীত কাস্টিংয়ে যে আরও বড় চমক থাকবে, সেই ইঙ্গিত প্রথম পর্বেই দিয়েছিলেন অয়ন। এবার আলিয়া ভাটের জন্মদিনের অনুষ্ঠানে বড় ঘোষণা করে ফেললেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।
কেক কাটার পর স্ত্রী আলিয়াকে (Alia Bhatt) পাশে নিয়েই রণবীর জানালেন, "খুব শিগগিরি আমরা 'ব্রহ্মাস্ত্র ২'-এর ঘোষণা করতে চলেছি আনুষ্ঠানিকভাবে। অয়ন বর্তমানে 'ওয়ার ২' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। ওটা রিলিজ করলেই 'ব্রহ্মাস্ত্র'র সিক্যুয়েলের প্রি প্রোডাকশনের কাজ শুরু করবেন।" রণবীরের সংযোজন, "অয়ন বহুদিন ধরেই দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে চিন্তাভাবনা করছেন। এটা ওঁর স্বপ্নের প্রজেক্ট। 'ওয়ার ২'-এর জন্য এখনও হাত দিতে পারেনি ঠিকই, তবে আমি আপাতত এটুকুই বলব যে, 'ব্রহ্মাস্ত্র ২' হচ্ছে।" প্রসঙ্গত, রণবীর-আলিয়া দুজনের কেরিয়ারেই বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। একের পর এক বিগ বাজেট সিনেমা রয়েছে তারকাদম্পতির ঝুলিতে। সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার'-এও একফ্রেমে দেখা যাবে রণবীর-আলিয়াকে। সেই ছবির কাজ কতদূর এগোল? এদিন খবর দিলেন অভিনেতা।
বনশালির সঙ্গে 'সাওয়ারিয়া' ছবিতেও কাজ করেছেন রণবীর কাপুর। তারও আগে বনশালির সহ-পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কাপুরনন্দনের। ১৭ বছর বাদে 'লাভ অ্যান্ড ওয়ার'-এ (Love & War) ফের জুটি বেঁধে কেমন লাগছে? রণবীর জানালেন, "এরকম ছবিতে অভিনয় করার স্বপ্ন সব অভিনেতাদেরই থাকে। বিশেষ করে, বনশালির পরিচালনায় আলিয়া আর ভিকি কৌশলের মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করার সুযোগ পাওয়া বড় বিষয়। আমি ১৭ বছর আগে ওঁর সাথে কাজ করেছি। বনশালির মতো এত পরিশ্রমী মানুষ আগে দেখিনি। ছবির চরিত্র, তাদের আবেগ-অনুভূতি নিয়ে যেমন মাথা ঘামান, তেমনই ভারতীয় সংস্কৃতি-মূল্যবোধ, সঙ্গীতের উপর ওঁর অগাধ জ্ঞান। ওঁর সঙ্গে সেটে থাকা খুব ক্লান্তির মনে হতে পারে, তবে শিল্পী হিসেবে ভীষণ সন্তুষ্ট আমি। কারণ আমি মনে করি, বনশালি সত্যিই শিল্পকে লালন করেন। আর ওঁর পরিচালনায় অভিনয় করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।"
