সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মধ্যরাত। আমির খানের পালি হিলসের বাড়িতে আচমকাই হাজির শাহরুখ খান এবং সলমন খান। বলিউডের খান সাম্রাজ্যের তিন প্রতিনিধি। একে-অপরের দারুণ বন্ধু তাঁরা। দুর্দিনেও পাশে থাকেন। 'লাল সিং চাড্ডা'র পর আমির খান যখন হতাশায় ডুবে গিয়েছিলেন, সেইসময়েও একরাতে ভোর চারটে অবধি তাঁর সঙ্গে আড্ডা দিয়েছিলেন শাহরুখ-সলমন। বুধবার রাতেও আমিরের বাড়ির দরজায় কিং-সুলতান। স্বাভাবিকভাবেই ত্রয়ীকে দেখলে নতুন কোনও মেগাবাজেট সিনেমার খোঁজ করেন অনুরাগীরা। এবারও তার অন্যথা হল না। আমিরের বাড়ির বাইরে শাহরুখ-সলমনকে দেখেই ভক্তদের প্রশ্ন, নতুন ছবি আসছে নাকি?

সামনেই আমিরের জন্মদিন। জানা গিয়েছে, বুধবার সেই জন্যই প্রাক উদযাপনে যোগ দিতে মিস্টার পারফেকশনিস্ট-এর পালি হিলসের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ-সলমন। পাপারাজ্জিরাও তক্কে তক্কে ছিলেন কখন একসঙ্গে ফ্রেমবন্দি করবেন তাঁদের! তবে তাঁদের পরিকল্পনায় জল ঢেলে দেন খোদ আমির। আড্ডা শেষে বেরনোর সময়ে ফটোশিকারিদের ক্যামেরা দেখেই কিং খানকে মুখ ঢাকার পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। বন্ধুর পরামর্শ মাফিক শাহরুখ করেনও তাই। তবে সেইটুকু অংশ লেন্সবন্দি হয়ে যায়। যা কিনা বর্তমানে দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। কারও মন্তব্য, 'নিশ্চয়ই নতুন কোনও ছবির পরিকল্পনা চলছে।' কেউ বলছেন, 'আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফটোশিকারিদের থেকে দূরে থাকেন।' আবার কারও দাবি, 'কিং ছবির লুকে চমক দেওয়ার জন্যই বর্তমানে চেহারা ঢেকে রাখছেন শাহরুখ।'
প্রসঙ্গত, এর আগে একবার শাহরুখ-আমিরকে নিয়ে পর্দায় 'মহাগঠবন্ধন'-এর ইঙ্গিত দিয়েছিলেন সলমন খান। ভাইজান বলেছিলেন, "আমি আর শাহরুখ ওই জয়-বীরুর মতো। 'পাঠান' ছবিতে আমি ছিলাম। 'টাইগার ৩'-তে শাহরুখ। গুপ্তচর নিয়ে ছবিতে আমি আর শাহরুখ তো রয়েইছি। এবার আমিরও এই দলে যোগ দিক। তিনজন একসঙ্গে এলে বক্স অফিস কেঁপে যাবে!" বুধবার মাঝরাতে আমিরের বাড়িতে কি সেই পরিকল্পনাই হল?