সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে যদি তেরো পার্বণ হয়, তাহলে চোদ্দ নম্বর পার্বণ হিসেবে নিঃসন্দেহে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের নামোল্লেখ করা যায়। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ৩০তম কলকাতা ফিল্মোৎসবের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হাজির সিংহভাগ টলিউড। শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে KIFF-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তারকা সাংসদ দেবও।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু-সহ আরও অনেকে। সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়কেও সংবর্ধনা জানানো হল। রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে-কে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। চিরঞ্জিৎ, সব্যসাচীকে সংবর্ধনা জানালেন কৌশানী মুখোপাধ্যায়। মঞ্চে 'টেক্কা' স্মৃতি উসকে দিয়ে সৃজিতকে সংবর্ধনা জানালেন দেব। প্রিয় 'দিদি'র ডাকে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির টেলিপর্দার একঝাঁক তারকাও। 'থালি গার্ল'-এর ভূমিকায় তৃণা সাহা।
আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল, আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। তারকা সমাবেশে চলচ্চিত্র উৎসবে হালকা মেজাজেও ধরা দিলেন মুখ্যমন্ত্রী। কখনও দেবের সঙ্গে কথোপকথনে দেখা গেল তাঁকে। আবার কখনও বা উদ্বোধনের আগে দর্শকাসনে বসে গনগুনিয়ে গানও গাইলেন তিনি। এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হচ্ছে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষও পালিত হচ্ছে এবারের উৎসবে। বিশেষ শ্রদ্ধা জানানো হচ্ছে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদারের মতো ব্যক্তিত্বকে। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স।