shono
Advertisement
Samantha Ruth Prabhu

অপমানের বদলা! নাগা-শোভিতার বিয়ের দিনই সামান্থার পোস্ট

২০২১ সালে বিচ্ছেদ হয় নাগা ও সামান্থার।
Published By: Akash MisraPosted: 03:48 PM Dec 04, 2024Updated: 03:48 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সন্ধ্যা থেকে শুরু হবে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের অনুষ্ঠান। আর তার আগেই নাগা প্রাক্তন অভিনেত্রী সামান্থার নতুন পোস্টে শোরগোল সোশাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, সামান্থা নাগাকে ইঙ্গিত করেই এমন পোস্ট করেছেন।

Advertisement

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সবার নজরে ছিল, নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু এই বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া দেবেন। তবে নাগার বিয়ে নিয়ে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি সামান্থাকে। তবে এবার নাগার বিয়ের আগেই ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন সামান্থা। লিখলেন, নতুন লড়াইয়ের কথা।

সামান্থা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি একটি বাচ্চা মেয়ের এবং একটি বাচ্চ ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছেন। আর সঙ্গে লিখেছেন, ফাইট লাইক গার্লস! সামান্থার কথায়, ''যেখানে অপমানিত হবে, সেখানে চুপ না থেকে লড়ে যাও!''

২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। ২০১৭ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন সুখের হয়নি। ২০২১ সালে দুজনের বিচ্ছেদের ইঙ্গিত মেলে যখন সামান্থা নিজের সোশাল মিডিয়া প্রোফাইল থেকে আক্কিনেনি পদবী বাদ দেন। নাগার সঙ্গে বিচ্ছেদের পর কেরিয়ারে মন দেন সামান্থা। পরে নিজের অটো ইমিউন রোগের কথাও জানান। সেই রোগের সঙ্গে এখনও অভিনেত্রীর লড়াই চলছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল।
  • বুধবার সন্ধ্যা থেকে শুরু হবে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের অনুষ্ঠান।
Advertisement