shono
Advertisement
Mamta Kulkarni

২৫ বছর পর মুম্বইয়ে ফিরলেন মমতা কুলকার্নি, ছবিতে কামব্যাকের প্ল্যান?

ভিকি গোস্বামী নামে এক মাদক পাচারকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।
Published By: Akash MisraPosted: 05:37 PM Dec 04, 2024Updated: 05:38 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকের হট নায়িকা! যাঁকে পর্দায় দেখলে, পুরুষদের মনে ঝড় উঠত। সেই মমতা কুলকার্নিই ২৫ বছর পর মুম্বইয়ে রাখলেন পা। তাহলে কি বলিউডে কামব্যাক করছেন?

Advertisement

গুঞ্জন শুরু মমতার একটি ভিডিও থেকেই। অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি বলেছেন, ''বহু বছর পর ভারতে এলাম। আমার প্রিয় মুম্বইয়ে পা দিলাম।'' এই ভিডিওতে মমতা আরও বলেন, ''মুম্বইয়ে ফিরে এসে সত্যিই নস্ট্যালজিক লাগছে। ২০০০ সালে মুম্বই ছেড়েছিলাম। এবার ফিরলাম। এত বছর পর আমার দেশকে দেখে ভালো লাগছে। অনেক উন্নতি করেছে। চোখে জল এসে গিয়েছিল যখন মুম্বই বিমানবন্দরে পা দিই।''

এই আবেগঘন ভিডিও পোস্ট করলেও, মমতা কিন্তু পরিষ্কার করেননি কেন তিনি এত বছর পর মুম্বইয়ে পড়েছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্রের দাবি, বলিউডের এক পরিচালকের কাছ থেকে নতুন ছবির অফার পেয়েছেন। সেই কারণেই ভারতে ফেরা।

অন্যদিকে, সম্প্রতি ফের মুক্তি পেয়েছে মমতা কুলকার্নি অভিনীত সুপারহিট ছবি করণ-অর্জুন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ২০২৪-এও দারুণ সাড়া ফেলেছে। এই ছবিতে সলমন খানের বিপরীতে দেখা গিয়েছিল মমতা কুলকার্নিকে।

২০০২ সালে ‘কভি তুম কভি হম’ ছবিতে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায় মমতাকে। তার পর ইন্ডাস্ট্রি থেকে একেবারে উধাও হয়ে যান তিনি। চার বছর পর মমতার নাম উঠে আসে মাদক পাচারকাণ্ডে। ভিকি গোস্বামী নামে এক মাদক পাচারকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।

এর পর মুম্বই ছেড়ে ভিকি এবং মমতা দু’জনেই দুবাই চলে যান। ভিকি পাঁচ বছরের হেফাজতে থাকার শাস্তি পান। জেল থেকে ফিরে এলে মমতাকে নিয়ে কেনিয়ায় চলে যান ভিকি। শোনা যায় যে, ২০১৩ সালে দু’জনে বিয়ে করেন। যদিও বিয়ের কথা কখনও স্বীকার করেননি মমতা।

২০২২ সালে আবার ক্যামেরার সামনে আসেন মমতা। কিন্তু বড় বা ছোট পর্দা নয়, ফোনের ক্যামেরার সামনে এসে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। এই ভিডিয়োটি নেটে ছড়িয়ে পড়ায় আবার তাঁকে নিয়ে চর্চা শুরু হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই ভিডিয়োটি নেটে ছড়িয়ে পড়ায় আবার তাঁকে নিয়ে চর্চা শুরু হয়।
  • গুঞ্জন শুরু মমতার একটি ভিডিও থেকেই।
Advertisement