সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহর ফুটপাত থেকে সোজা ক্যামেরার সামনে! পরোটা বিক্রেতা 'রাজুদা' এবার ওয়েব সিরিজে। ব্লগারদের ক্যামেরায় তিনি সাবলীলভাবে কথা বললেও সিরিজের শুটিং করতে গিয়ে খানিক লাজুকই হয়ে পড়লেন। সোশাল মিডিয়ায় রাজু ঘোষ বেশ জনপ্রিয়। নেটপাড়ার জনপ্রিয়তা থেকেই রিয়ালিটি গেম শো 'লাখ টাকায় লক্ষ্মী লাভ'-এ খেলতে গিয়েছিলেন। আর এবার তিনি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজে।
দর্শকদের অন্দরমহলে কীভাবে পৌঁছতে হয় কিংবা আমজনতার মন কাড়তে কোন কৌশল প্রয়োজন, বরাবরই হইচই-এর স্ট্র্যাটেজি বাজিমাত করেছে। ব্লগারদের কয়েক মিনিটের ভিডিওতে বর্তমানে সেই সংস্থা সিনেমার প্রচারও সারছে। এবার ব্লগারদের প্রিয় পকেট পরোটা বিক্রেতা রাজুদাকে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ করে দিল হইচই। জানা গিয়েছে, দর্শকদের প্রিয় 'একেনবাবু' কিংবা 'জটায়ু' অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে এক সিরিজে দেখা যাবে তাঁকে। কোনও ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে?
রাজু ঘোষের কাছে সেই প্রশ্ন রাখা হলে, তিনি বলেন, "খুব শিগগিরিই হইচই-এর তরফে সেই সুখবর দেবে।" কিন্তু প্রথমবার অভিনয় করতে গিয়ে কেমন অভিজ্ঞতা, সেপ্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। রাজুর কথায়, "এর আগে তো গেম শো-তে খেলতে গিয়েছি, তখনকার থেকে এবার অন্যরকম অভিজ্ঞতা। কারণ এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে। খুব আনন্দ হচ্ছে। আগে থেকে চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে। বাড়িতেই সেটা প্র্যাকটিস করেছি নিজে। তবে ক্যামেরার সামনে প্রথমবার বলতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম। তাই একটু আটকে যাচ্ছিল। হইচই-এর একটা প্রোমোশনাল ভিডিও শুট করেছি। সেখানে পরোটা বিক্রির স্টাইলেই সংলাপ বলতে হয়েছে।" তবে সেই ওয়েব সিরিজের নাম জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে।