shono
Advertisement
Konkona Sensharma

পরনে রংমিলান্তি পোশাক, প্রেমের গুঞ্জনের মাঝে ফের প্রকাশ্যে আমোলের বাহুলগ্না কঙ্কনা

কঙ্কনা ও আমোলকে একসঙ্গে দেখে দুয়ে দুয়ে চার করছেন অনুরাগীরা।
Published By: Sayani SenPosted: 04:27 PM Jun 01, 2025Updated: 04:27 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনের অন্দরে প্রেম প্রেম গন্ধ। শোনা যাচ্ছিল, কঙ্কনা সেনশর্মা এবং আমোল পরাশরের নাকি মন দেওয়া নেওয়া হয়েছে। জীবনের গতিপথ নাকি মিলে গিয়েছে দু’জনের। ‘গ্রাম চিকিৎসালয়’ ওয়েব সিরিজের স্পেশাল স্ক্রিনিং যেন সেই জল্পনায় সিলমোহর দিয়েছিল। প্রেমচর্চার মাঝে আবারও একসঙ্গে বলিউডের নতুন জুটি।

Advertisement

দু'জনের পরনে রংমিলান্তি পোশাক। আমোলের বাহুলগ্না কঙ্কনা। প্রেমের গুঞ্জনের মাঝে ফের ছবিশিকারীদের কাছে হাসিমুখে ধরা দিলেন বি-টাউনের নতুন লাভ বার্ডস। আমাজন প্রাইম অরিজিনাল মুভি 'স্টোলেন'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে ফের একসঙ্গে দেখা গেল তাঁদের। সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ও ভিডিও। আর তা নিয়ে সর্বত্র চলছে জোর চর্চা। এর আগে ‘গ্রাম চিকিৎসালয়’ ওয়েব সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে।

বলে রাখা ভালো, ২০১৫ সালে মিস থেকে মিসেস হন কঙ্কনা। রণবীর শোরেকে বিয়ে করেছিলেন তিনি। দাম্পত্য জীবন দিব্যি চলছিল। সঙ্গে কাজও চালিয়ে যাচ্ছিলেন কঙ্কনা। ২০১৯ সালে ‘ডলি কিটি’ এবং ‘ওয়ো চমকতে সিতারে’ ছবি একসঙ্গে কাজ করেন কঙ্কনা ও আমোল। এরপর দাম্পত্য জীবনেও নানা সমস্যা তৈরি হয়। রণবীর শোরের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়। আলাদা থাকতে শুরু করেন কঙ্কনা ও রণবীর। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। সেই সময় রণবীর শোরে একবার দাবি করেন আমোলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কঙ্কনা। তবে কঙ্কনার তরফে ওই বক্তব্যের প্রতিবাদ কিংবা সমর্থনে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। এবার কঙ্কনা ও আমোলকে একসঙ্গে দেখে দুয়ে দুয়ে চার করছেন অনুরাগীরা। তবে দু'জনের তরফে প্রেমের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরনে রংমিলান্তি পোশাক।
  • প্রেমের গুঞ্জনের মাঝে ফের প্রকাশ্যে আমোলের বাহুলগ্না কঙ্কনা।
  • কঙ্কনা ও আমোলকে একসঙ্গে দেখে দুয়ে দুয়ে চার করছেন অনুরাগীরা।
Advertisement