সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে ঘুণাক্ষরেও প্রশ্ন তোলেন না বলিপাড়ার পরিচালক-প্রযোজকরা, সেই অভিনেত্রীর 'পেশাদারিত্ব জ্ঞান'ই এবার প্রশ্নের মুখে! মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) কানাডার শো ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রথম শোয়েই তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোয় মারাত্মক কটাক্ষের শিকার হতে হচ্ছে নায়িকাকে। পাশাপাশি 'ধক ধক গার্ল'-এর কানাডা কনসার্ট বয়কটের দাবিও উঠেছে।
বয়স ষাটের দোরগোড়ায় হলেও আজও কোনও মঞ্চে উঠলে দ্যুতি ছড়ান মাধুরী দীক্ষিত। যার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখলেই তোলপাড় হয় আট থেকে আশির হৃদয়। রেখা পরবর্তী অধ্যায়ে যিনি সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তায় অনায়াসে 'এভারগ্রিন' তকমা অর্জন করেছেন, সেই নায়িকাকে নিয়ে দেশের গণ্ডি পেরিয়েও উন্মাদনার অন্ত নেই। মাধুরীর কানাডার শো ঘিরেও এহেন উন্মাদনার পারদ চড়েছিল। তবে প্রথম শোয়েই দেরিতে পৌঁছে বিতর্কের শিরোনামে নাম লেখালেন 'ধক ধক গার্ল'। নেটপাড়াজুড়ে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর কানাডা শোয়ের বেশ কিছু ভিডিও। যেখানে 'উন্মত্ত' দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফুঁসতে দেখা গিয়েছে! অভিযোগ, তিন ঘণ্টা দর্শকদের বসিয়ে রেখেছেন মাধুরী। কারি কারি টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? প্রশ্ন তুলেছেন ক্ষিপ্ত দর্শক।
শুধু তাই নয়, কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও। চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। কারও মন্তব্য, 'ভীষণই খারাপ ব্যবস্থাপনা।' কটাক্ষ করে কেউ বা বললেন, 'টাকা নষ্ট, সময়ের অপচয়।' কেউ বা বললেন, কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবে আর মাঝেমধ্যে মাধুরী গল্প করবে! এটা কীরকম শো? বিরক্ত দর্শকদের একাংশ লিকেছেন, অত্যন্ত খারাপ শো। টিকিটের টাকা ফেরানো হোক। এহেন নানা কটূক্তিবাণের ছয়লাপ নেটদুনিয়ায়। এহেন বিতর্ক নিয়ে মাধুরী দীক্ষিতের কী প্রতিক্রিয়া? নায়িকা এখনও নিরুত্তর! মাধুরীর কানাডা ট্যুর যেন নেহা কক্করের মেলবোর্ন কনসার্ট বিতর্ক উসকে দিল।
