shono
Advertisement
Madhuri Dixit

'নায়িকাদের পারিশ্রমিক বাড়ান', পুরুষতান্ত্রিক সিনেদুনিয়ার বিরুদ্ধে সোচ্চার মাধুরী দীক্ষিত

দীপিকার ৮ ঘণ্টার শুটিং শিফট নিয়ে কী বললেন বলিউডের 'সিনিয়র' অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 12:05 PM Dec 02, 2025Updated: 12:30 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেদুনিয়ায় নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নতুন নয়। প্রায়শই সিনেইন্ডাস্ট্রির অন্দরে এমন অভিযোগ শোনা যায় যে, অভিনেত্রীদের তুলনায় অভিনেতাদের পারিশ্রমিকের মাপকাঠি অনেকটাই বেশি। এমনকী সুযোগ-সুবিধা পাওয়ার নীরিখেও নাকি সিনেদুনিয়ার পুরুষদের তুলনায় নারীরা অনেকটাই পিছিয়ে। মাসখানেক আগে আট ঘণ্টার শুটিং শিফটের দাবি করে 'পুরুষতান্ত্রিক ফিল্মিদুনিয়া'কে নাড়িয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যে ইস্যু নিয়ে চর্চা বর্তমানেও জারি। এবার সংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়েই নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর জন্য সোচ্চার হলেন মাধুরী দীক্ষিত।

Advertisement

মাধুরীর (Madhuri Dixit) মন্তব্য, "শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরে দেখা যায়।" উল্লেখ্য, কেরিয়ারের গোড়া থেকেই বলিউডের ব্লকবাস্টার নায়িকা মাধুরী। যিনি অনিল কাপুর, সঞ্জয় দত্ত থেকে শুরু করে শাহরুখ-সলমন, আমির খানের মতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির তাবড় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন। সেপ্রসঙ্গ টেনেই মাধুরীর সংযোজন, "পারিশ্রমিক নিয়ে এহেন বৈষম্য চিরকালের। দীর্ঘদিন ধরেই সকলে এর জন্যে লড়ে যাচ্ছেন আর এটাই বলার চেষ্টা করছেন যে, নায়িকাদেরও পারিশ্রমিক বাড়ানো উচিত। আমি বলছি না, পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক দিতে হবে, কিন্তু কোথাও একটা সমতা বজায় রাখা দরকার জানেন তো।" শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোনের দাবি করা ৮ ঘণ্টার শুটিং শিফট নিয়েও মুখ খুললেন 'ধক ধক গার্ল'।

ছবি: সোশাল মিডিয়া

মাধুরীর মন্তব্য, "মিসেস দেশপাণ্ডে ছবিতে অভিনয় করার সময়ে আমরা প্রতিদিন ১২ ঘণ্টার শিফটে কাজ করতাম। তার থেকে বেশিও হতে পারে... তাই আমার মনে হয়, প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। আমি যেমন ভীষণ কাজপাগল মানুষ। আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। কিন্তু যদি কোনও নায়িকা অনায়াসে এটা বলতে পারেন যে, 'আমি এত ঘণ্টাই কাজ করতে চাই', তাহলে বুঝতে হবে তাঁর মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। সেই নায়িকার জন্য আরও শক্তি কামনা করলাম।" দীপিকার মন্তব্যে সায় দিয়ে অভিনেত্রীর সংযোজন, "নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময়সীমা বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর জন্য সোচ্চার হলেন মাধুরী দীক্ষিত।
  • মাধুরীর মন্তব্য, "শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরে দেখা যায়।"
  • দীপিকা পাড়ুকোনের দাবি করা ৮ ঘণ্টার শুটিং শিফট নিয়েও মুখ খুললেন 'ধক ধক গার্ল'।
Advertisement