সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের উদয়পুরে বসেছে 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর আসর। আমেরিকার শিল্পপতি বলা ভালো 'ফার্মা টাইকুন' ধনকুবের রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন পেশায় রেস্তোরাঁর সফটওয়ার প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ও একই সঙ্গে মুখ্য প্রযুক্তি আধিকারিক ভামসি গাদিরাজু। তাঁদের বিয়ের আড়ম্বর যেমন নজর কেড়েছে তেমনই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই বিয়েতে আমন্ত্রিতের তালিকাও। ছিলেন স্বয়ং মাধুরী দীক্ষিতও (Madhuri Dixit)। এই বিয়ের মেহেন্দির আসরে 'দেবদাস' ছবির সেই জনপ্রিয়'ডোলা রে' গানের সঙ্গে মনোমুগ্ধকর নাচের পারফর্ম্যান্সে নস্ট্যালজিয়া ফিরিয়ে আনলেন মাধুরী।
২১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিয়ের তোড়জোড়। একের পর এক বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে। ২২ নভেম্বর ছিল এই বিয়ের মেহেন্দির অনুষ্ঠান। অতিথি হিসেবে এসেছিলেন মাধুরী। আর সেখানেই তাঁর এই পারফর্ম্যান্সের সঙ্গে যেমন জমজমাট হয়ে উঠেছে এই বিয়ের আসর তেমনই ফিরে এসেছে 'দেবদাস'র নস্ট্যালজিয়া। ঐশ্বর্যর সঙ্গে যুগ্মভাবে ছবিতে এই গানে নেচেছিলেন মাধুরী। এদিনের এই অনুষ্ঠানের মঞ্চে সবুজ ঘাগরা ও পার্পল ওড়নায় সেজে পারফর্ম করেন মাধুরী।
সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জমকালো বিয়ের অনুষ্ঠানে মাধুরীর এই পারফর্ম্যান্স। যা রীতিমতো নেটপাড়ায় এখন চর্চার শিখরে। অনেকেই নস্ট্যালজিয়ায় বুঁদ হয়েছেন। কেউ কেউ আবার মিস করেছেন এই পারফর্ম্যান্সে ঐশ্বর্যকে। উল্লেখ্য এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় জেনিফার লোপেজ থেকে মার্কিন প্রেসিডেন্ট পুত্রের নাম বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়াও ওই তালিকায় রয়েছেন, বলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। যা না বললেই নয়, তা হল এই বিয়ের আলোচনায় বারবার ঘুরে ফিরে এসেছে বারবার পাত্রীর বাবা রাজু মন্তেনার প্রসঙ্গ। যিনি ইন্টেগ্রা নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও। পি-৪ হেল্থ কেয়ার সংস্থার প্রাক্তন সিইও। জানা যাচ্ছে, প্রায় ১৬৭ কোটি টাকা সম্পত্তির মালিক তিনি।
