সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষাটের কোঠায় বাদশা। কিন্তু আপামর বিশ্বের অনুরাগীমহলের কাছে তিনি 'চার্মিং চিরতরুণ কিং'। ২ নভেম্বরের দিন কয়েক আগে থেকেই শাহরুখ খানের জন্মদিনের উদযাপনে মেতেছেন তাঁরা। সেই রেশ জন্মদিনের চব্বিশ ঘণ্টা বাদেও রয়েছে বহাল তবিয়তে। তবে এবারের জন্মদিনে প্রাসাদোপম মন্নতের বারান্দায় দু'বাহু প্রসারিত করে মহব্বতের মায়াজাল ছড়ানো বাদশা ম্যাজিক থেকে ব্রাত্য থেকেছে দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। কিন্তু শাহরুখের দেখা না পেলেও অনুরাগীরা তাঁদের 'পীঠস্থান'-এর আকাশে যে দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন, তা বর্তমানে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।
রবিবাসরীয় দুপুরে বান্দ্রার আকাশে আচমকাই রামধনুর ছটা দেখা যায়। একঝলক দেখে মনে হবে, যেন মন্নতের মাথায় মুকুট! বাদশার জন্মদিনের জন্য ভিড় জমানো অনুরাগীরা সেই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। সেই ভিডিওই বর্তমানে নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছেন। কেউ বলছেন, কিং খানের জন্মদিনে খোদ ঈশ্বরের আশীর্বাদ। কারও বা মন্তব্য, 'ঈশ্বরও কিং ক্যারিশ্মায় বুঁদ!' কেউ বললেন, 'এ তো ঈশ্বরের আশিসে বাদশার নতুন তাজ।' এহেন নানা মন্তব্যের ছয়লাপ নেটপাড়ায়। যদিও এবার মন্নত ছেড়ে আলিবাগের বিলাসবহুল বাংলোয় উদযাপন করেছেন শাহরুখ খান। কারণ বান্দ্রার প্রাসাদোপম বাংলো কলেবরে বাড়ছে। সেই প্রেক্ষিতেই সপরিবারে পালি হিলসের ভাড়াবাড়িতে ঠাঁই নিয়েছেন কিং খান। তবে ফি বছরের মতো এবারেও মন্নতের সিংহদুয়ারের সামনে উপচে পড়েছিল 'জনসুনামি'। আর তাঁদের দৌলতেই ভাইরাল রামধনুর ভিডিও।
২ নভেম্বর মন্নতের ছাদে কিং দর্শন। বাদশার জন্মদিনের চিরাচরিত চেনা ছবি। তবে চলতি বছর সেই নিয়মে ভাঁটা! কারণ জনশূন্য মন্নত। রবিবার সকাল থেকে 'পীঠস্থানে'র বাইরে হত্যে দিয়েও বাদশার দেখা পাওয়া যায়নি। ভগ্নহদয়ে অনুরাগীরা যখন সোশাল পাড়ায় ঝড় তুলেছে, ঠিক সেই আবহেই বিকেলে ক্ষমা চেয়ে শাহরুখ খান জানালেন, প্রশাসনিক অনুমতি না পাওয়ায় সুরক্ষার জন্য এবার মন্নতে যাচ্ছেন না তিনি। তবে অনুরাগীদের সঙ্গে রুদ্ধদুয়ার জন্মদিনের সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। সেখানে তাঁদের সঙ্গে কথোপকথনেও মাতেন তিনি।
