সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ছাঁইয়া ছাঁইয়া গার্ল'-এর জীবনে যে নতুন প্রেম এসেছে, এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্টই ফাঁস করেছিল সেই 'গোপন খবর'। এবার প্রেমের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতির কাজ করল একটি ভিডিও।
বুধবার বিকেলে মুম্বই বিমানবন্দরে মালাইকার সঙ্গে তাঁর নতুন 'প্রেমিক'কে লেন্সবন্দি করলেন পাপারাজ্জিরা। আরবাজ খানের সঙ্গে দু'দশকের দাম্পত্য ভেঙেছে আগেই। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের 'পোক্ত' প্রেমেও ভাঙন ধরেছে গতবছর। এবার কানাঘুষো, হাঁটুর বয়সি প্রেমিকে মজে মালাইকা। কে তিনি? বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মালাইকা যাঁর প্রেমে পড়েছেন তিনি আদতে হিরে ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তাঁর বয়সের ফারাক উনিশ বছর। নভেম্বর মাসের গোড়ার দিকেই হর্ষের সঙ্গে রং মিলান্তি পোশাকে এনরিকের কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল মালাইকাকে। এবার বিশেষ বন্ধুকে বিদেশে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী নায়িকা।
মুম্বই বিমানবন্দর থেকে ফাঁস হওয়া ওই ভিডিওতেও রং মিলান্তি পোশাকে ধরা দিলেন জুটিতে। যদিও একে-অপরের হাত ধরেননি কিংবা ফটোশিকারিদের দেখে একসঙ্গে ক্যামেরায় পোজ দেননি, তবে সেই ভিডিও দেখে দুয়ে দুয়ে চার করতে আর বাকি রাখেনি নেটপাড়া! শোনা যাচ্ছে, চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে একে-অপরকে ডেট করছেন তাঁরা।
উল্লেখ্য, গতবছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়ে মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল এক রহস্যময় পুরুষ। যদিও অভিনেত্রীর ক্যামেরার ফোকাস ছিল খাবারের দিকে। তবে ব্যাকগ্রাউন্ডে সুদর্শন পুরুষের আবছা অবয়ব নজর এড়ায়নি নেটভুবনের। সেখান থেকেই নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত! কিন্তু এযাবৎকাল কাকপক্ষীতেও টের পেতে দেননি ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’। তবে প্রেমের গুঞ্জন কি ধামা চাপা থাকে? শেষমেশ এনরিকের কনসার্টই ধরিয়ে দেয় মালাইকার নতুন প্রেমিককে। তবে অবিশ্বাস্যভাবে, মালাইকা অনুরাগীরা এবার বেজায় খুশি। তাঁদের মন্তব্য, ‘অর্জুনের থেকে হর্ষ ঢের ভালো!’ আবার নিন্দুকদের উদ্দেশে কেউ বা চোখ রাঙিয়ে বললেন, ‘৫২ বছরের কোনও পুরুষের প্রেম নিয়ে কিন্তু এত চর্চা হয় না!’
