shono
Advertisement

Breaking News

Bhanupriya Bhooter Hotel Tesear

রক্তে ভরা বাথটব, নিমেষে ভ্যানিশ খাবার! ভানুপ্রিয়া হোটেলে ভূতের খপ্পরে মিমি-বনিরা

শুটিং করতে গিয়ে ভূতের খপ্পরে! কী ঘটেছে?
Published By: Sandipta BhanjaPosted: 05:44 PM Dec 20, 2025Updated: 05:44 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিমেষে শেষ হয়ে যাচ্ছে মাছের প্লেট! রক্তে ভরা বাথটব। একা একাই গড়িয়ে আসছে খেলনা গাড়ি। এমনকী হোটেলের লন থেকে মাটি ফুঁড়ে উপস্থিতি জানান দিচ্ছে এক কঙ্কাল! ডুয়ার্সের পাহাড়ি হোটেলে এমনই সব হাড়হিম করা অদ্ভূতুড়ে ঘটনার মুখোমুখি মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার এবং স্বস্তিকা দত্তরা।

Advertisement

শুটিং করতে গিয়ে ভূতের খপ্পরে পড়ার ঘটনা নতুন নয়! এযাবৎকাল বহু অভিনেতা আউটডোর শুটে গিয়ে তাঁদের গা ছমছমে অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এবার এমনই ঘটনার মুখোমুখি নন্দিতা-শিবপ্রসাদ প্রযোজিত সিনেমার টিম! আগেই জানা গিয়েছিল যে, এবারের শীতে বুকে কাঁপন ধরাতে আসছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। পোস্টার আর থিং সংয়েই সেই ঝলক দেখা গিয়েছে। এবার বর্ষশেষের আগের সপ্তাহান্তে পয়লা ঝলক প্রকাশ্যে আনল উইন্ডোজ। শনিবার মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর টিজার। সেখানেই এমন সব রোমহর্ষক ঘটনার ঝলক দেখা গেল। যা বড়পর্দায় দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য! এই সিনেমার চিত্রনাট্য যে দুই সময়কালের প্রেক্ষাপটে লিখেছেন জিনিয়া সেন, তা টিজারেই স্পষ্ট।

একঝাঁক তারকাকে নিয়ে নতুন বছরের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। প্রথমটায় বড়দিনে রিলিজ করার কথা ছিল এই সিনেমার। তবে বিগবাজেট, বহু প্রতীক্ষিত একাধিক বাংলা সিনেমার ধাক্কায় মুক্তি পিছোতে হয়েছে নির্মাতাদের। তবে দর্শক-অনুরাগীদের তেমন আক্ষেপের সুযোগ রাখেনি উইন্ডোজ! আর এক মাসের অপেক্ষা মাত্র। তারপরই শীতের শহরে আছড়ে পড়বে একঝাঁক ভূত! তবে শুধু ভয় দেখাতে নয়, সঙ্গে উপরি পাওনা থাকছে দমফাটা হাস্যরস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিমেষে শেষ হয়ে যাচ্ছে মাছের প্লেট! রক্তে ভরা বাথটব। একা একাই গড়িয়ে আসছে খেলনা গাড়ি।
  • ডুয়ার্সের পাহাড়ি হোটেলে এমনই সব হাড়হিম করা অদ্ভূতুড়ে ঘটনার মুখোমুখি মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার এবং স্বস্তিকা দত্তরা।
  • শনিবার মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর টিজার।
Advertisement