shono
Advertisement
Moubani Sorcar

বাজল বিয়ের সানাই! মায়ের স্নেহের পরশে জমজমাট মৌবনীর গায়েহলুদ

চন্দননগর নিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে এদিন সাতপাকে বাঁধা পড়বেন মৌবনী।
Published By: Arani BhattacharyaPosted: 03:05 PM Nov 30, 2025Updated: 04:30 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জাদুসম্রাট পি সি সরকারের বাড়িতে রবিবার সকাল থেকেই বিয়েবাড়ির ব্যস্ততা তুঙ্গে। এদিন তাঁর বাইপাসের ধারের বাড়িতে বেজেছে বিয়ের সানাই। রীতিমতো শেষমুহূর্তের তোরজোড় আর নিয়মকানুন পালনে ব্যস্ত সকলে। আর তা হবে নাই বা কেন? জাদুকরকন্যা মৌবনী সরকারের বিয়ে বলে কথা। রবিবার সকাল থেকেই তাই ছিল জাদুসম্রাট পিসি সরকারের বাড়িতে গায়ে হলুদের তোরজোড় তুঙ্গে।

Advertisement

এদিন গায়ে হলুদে, হলুদ শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন মৌবনী। একগাল হাসিতে ঝলমল করছিল তাঁর মুখ। সোশাল মিডিয়ায় চোখ রাখতেই এই ছবি ধরা পড়ল এদিন। শুধু তাই নয়, হাত ভরে পরেছেন মেহেন্দিও। শনিবারই মৌবনী মেহেন্দির পর্ব সেরেছেন। হাতে লিখেছেন মেহেন্দি দিয়ে হবু স্বামীর নামের আদ্যাক্ষর। বলে রাখা ভালো, চন্দননগর নিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে এদিন সাতপাকে বাঁধা পড়বেন মৌবনী। পাত্র পেশায় রিসার্চ অ্যানালিস্ট।

এদিন মেয়েকে গায়ে হলুদ দিয়ে স্নেহের চুমু এঁকে আবেগে ভাসেন মৌবনীর মা, দোসর হন মেয়ে মৌবনীও। মায়ের স্নেহের এই পরশ রীতিমতো আবেগতাড়িত হয়েছেন জাদুকরকন্যা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই বাড়িতে আইবুড়োভাতের পর্ব মিটেছে তাঁর। রূপোর থালায় নানা বাঙালি পদ সাজিয়ে মেয়েকে আইবুড়োভাত খাইয়েছিলেন জাদুসম্রাট ও তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন দুই মেয়ে মানেকা ও মুমতাজ। বেগুনি সিল্কের শাড়ি ও গয়নায় সেজে আইবুড়োভাত খেয়েছিলেন মৌবনী।

ছবি: সোশাল মিডিয়া

এর আগে জাদুসম্রাট পি সি সরকার তাঁর তিন মেয়ের বিয়ের পাত্র খুঁজতে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে তিন মেয়ের স্বয়ম্বর সভা না বসলেও মেজ মেয়ে মৌবনীর বিয়ে ঠিক হয়। রবিবার সেই বিয়েরই দিন। বারাণসী থেকে আনা বেনারসীতে এদিন সাজবেন মৌবনী। বাঙালি মেনুতেই হবে এদিন বিয়ের ভূরিভোজ। এর আগে মৌবনীর বিয়ের প্ল্যান ভাগ করতে গিয়ে বোন মুমতাজ জানিয়েছিলেন জামাইবাবুর সঙ্গে খুনসুটির কী প্ল্যান? বলেছিলেন, “নতুন জামাইবাবু ভীষণই ভালো মানুষ। তাঁর সঙ্গে খুবই ভালো সম্পর্ক তৈরি হয়েছে এর মধ্যেই। তবে তাঁকে বলে রেখেছি জুতো চুরি করার পর টাকাটা ঠিকঠাক না দিলে পাঞ্জাবিটাও চুরি হবে। আর তখন তাহলে আর কোনও উপায় থাকবে না। খালি পায়ে বিয়ের জোড় গায়ে দিয়েই সারা রাত কাটাতে হবে। মৌবনী যদিও এই নিয়ে আমাদের বারবার বলছে, ‘এরকম করিস না।’ তবে আমরা খুব একটা পাত্তা দিচ্ছি না সেসবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন গায়ে হলুদে, হলুদ শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন মৌবনী। একগাল হাসিতে ঝলমল করছিল তাঁর মুখ।
  • সোশাল মিডিয়ায় চোখ রাখতেই এই ছবি ধরা পড়ল এদিন। শুধু তাই নয়, হাত ভরে পরেছেন মেহেন্দিও।
  • শনিবারই মৌবনী মেহেন্দির পর্ব সেরেছেন। হাতে লিখেছেন মেহেন্দি দিয়ে হবু স্বামীর নামের আদ্যাক্ষর।
Advertisement