সাম্প্রতিক অতীতে মঞ্চে দুর্বিষহ অভিজ্ঞতার শিকার বহু শিল্পী। এবার সেই তালিকায় নাম জুড়ল মৌনী রায়ের। হরিয়ানার কার্নালে ভয়ংকর কাণ্ড ঘটল তাঁর সঙ্গে। ওই ঘটনার পর তিনি বেজায় ক্ষুব্ধ। ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে, ইনস্টাগ্রাম স্টোরিতে সেকথা জানিয়েছেন অভিনেত্রী।
তিনি লেখেন, "কার্নালে একটি অনুষ্ঠান ছিল। আমি ওই অনুষ্ঠানে উপস্থিত দু'জন কাকুর বয়সি অতিথির ব্যবহার নিয়ে বিরক্ত। অনুষ্ঠান শুরুর সময় আমি মঞ্চের দিকে যখন হেঁটে যাচ্ছি, তখন ওই কাকুর বয়সি ভদ্রলোক এবং তাঁর পরিবারের পুরুষ সদস্যরা আমার সঙ্গে ছবি তুলতে চান। আমার কোমরে হাত দেন। আমার এটা একেবারেই পছন্দ নয়। আমি বলি দয়া করে হাত সরান।" তিনি আরও লেখেন, "মঞ্চে আরও অসাধারণ কাণ্ড ঘটে। ওই দুই কাকু অশ্লীল অঙ্গভঙ্গি করেন। প্রথমে আমি ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। তারা আমার দিকে গোলাপের পাঁপড়ি ছোড়ে। আমি বুঝতে পেরে বিরোধিতা করি। বিরক্ত হয়ে আমার অনুষ্ঠানের মাঝখানে আমি মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। যদিও তড়িঘড়ি অনুষ্ঠান মঞ্চে ফিরে আসি। তাতেই ওই অভব্য আচরণ থামে।"
ওই দুই 'কাকু'র বয়সি ব্যক্তির বিরুদ্ধে মৌনীর আরও অভিযোগ, "বেশ কিছুটা উঁচুতে ছিল মঞ্চ। ওই দুই কাকুর বয়সি ব্যক্তি লো অ্যাঙ্গেলে ছবি তুলছিলেন। এই ঘটনা অনুষ্ঠানে উপস্থিত একজনের নজরে পড়ে। বারণ করা হয়। তাতেই অসভ্যতা বন্ধ করেন তারা। এই ঘটনায় আমি লজ্জিত। আতঙ্কিত। আমি চাই এই অভব্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।"
ওই ইনস্টাগ্রাম স্টোরির একেবারে শেষে মৌনী লেখেন, "আমরা শিল্পী। অর্থোপার্জনের জন্য নানা অনুষ্ঠান করি। আমাদের শিল্পর মাধ্যমে বেঁচে থাকি। ওই লোকগুলির মেয়ে, বোন কিংবা পরিবারের কোনও সদস্যের সঙ্গে যদি এমন হয় তবে কেমন হবে?" সাধারণত কোনও ঘটনাতেই সেভাবে সুর চড়াতে দেখা যায় না মৌনীকে। তবে তিনি লেখেন, "আমি নেতিবাচক অভিজ্ঞতার কথা জানাতে অভ্যস্ত নই। তবে এই ঘটনা আমার সহ্যের বাঁধ ভেঙে দিয়েছে। আমি আমার দেশকে ভালোবাসি। দেশবাসী, সংস্কৃতিকে ভালোবাসি। দয়া করে ভালো মানুষ হোন।" মৌনীর এই অভিজ্ঞতায় ফুঁসছেন প্রায় সকলেই। নিন্দায় সরব প্রত্যেকে।
