সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই গুঞ্জন, নীল ভট্টাচার্যের সঙ্গে তৃণা সাহার বিয়ে নাকি ভাঙছে! এমন জল্পনায় তোলপাড় টলিপাড়া। তবে বৃহস্পতিবার সন্ধ্যেয় সমস্ত জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যেই স্ত্রী তৃণাকে জড়িয়ে ধরলেন নীল। শুধু তাই নয়! নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তারকাদম্পতির মন্তব্য, "যেমন ছিলাম, তেমনই আছি। সবটাই ভুয়ো।"

কোথায় এমন ঘটনা ঘটল? জানা গেল, এদিন সন্ধেয় নীল-তৃণা (Neel Bhattacharya, Trina Saha) এক পোশাক সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই সকলের সামনে স্ত্রীকে আদুরে আলিঙ্গন করে অভিনেতা বুঝিয়ে দিলেন, তাঁদের দাম্পত্যে কোনও ফাটল ধরেনি। সবটাই অটুট। এখনও। এদিকে স্বামীর বাহুডোরে ধরা দিয়ে 'লাজে রাঙা' তৃণা সাহাও। সেই অনুষ্ঠানে আলিঙ্গন করেই দম্পতি ঘোষণা করে দিলেন, তাঁরা এভাবেই একে-অপরকে জড়িয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারেন।
সম্প্রতি রটে গিয়েছিল, নীল-তৃণার (Neel-Trina) চার বছরের চুক্তির বিয়ে ছিল। সেই চুক্তি শেষ হয়েছে গত ৫ ফেব্রুয়ারি। কারণ ২০২১ সালে ওই একই দিনে সাতপাকে বাঁধা পড়েন টলিপাড়ার মিষ্টি জুটি নীল-তৃণা। গুঞ্জন শুরু হয়, উভয়েই নাকি আইনি বিচ্ছেদের পথে। উল্লেখ্য, এই অবশ্য প্রথম নয়! এর আগেও নীল-তৃণার বিয়ে ভাঙার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব জল্পনা-কল্পনার ধোঁয়াশা সরিয়ে একাধিকবার তাঁরা হাসিখুশি জুটি হিসেবে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। এবারও তার অন্যথা হল না! সংবাদমাধ্যমের কাছে এপ্রসঙ্গে মুখও খুলেছেন নীল ভট্টাচার্য। তাঁর কথায়, "চুক্তির বিয়ে কী, সেটাই তো জানি না। বিচ্ছেদের খবর সর্বৈব মিথ্যে।" অন্যদিকে ডিভোর্সের খবর রটতেই তৃণা জানিয়েছেন, তিনি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এহেন খবর রটায়, তাঁকে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেট থেকেই অভিনেত্রী নাকি তাঁর স্বামীকে যথাসময়ে লাঞ্চ সেরে নিতে বলেন। অতঃপর নীল-তৃণা যে একসঙ্গেই রয়েছেন, তা বেশ বোঝা গেল।