সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় চুপিসারে বিয়ে সারেন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি। তা নিয়ে চর্চা হয়েছিল। তবে তার চেয়ে বেশি আলোচনা হয় অঙ্গদ ও নেহার সন্তানকে নিয়ে। কারণ, বিয়ের মাত্র মাসছয়েকের মাথায় মা হন অভিনেত্রী। কীভাবে সম্ভব, তা নিয়ে বিভিন্ন মহলে চলে জোর কাটাছেঁড়া। অবশেষে এই ইস্যুতে সমালোচকদের এবার যোগ্য জবাব দিলেন নেহা।
অভিনেত্রী বলেন, "আমি অঙ্গদকে বিয়ে করার ৬ মাসের মধ্যে কন্যাসন্তানের জন্ম দিই। কীভাবে বিয়ের ৬ মাসের মধ্যে আমি মা হলাম, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখনও দেখি কোন কোন অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন, তা নিয়ে আলোচনা হয়। যাই হোক আমি অন্ততপক্ষে নীনা গুপ্তা এবং আলিয়া ভাটের মতো অভিনেত্রীর সঙ্গে এক সারিতে রয়েছি। সত্যি বলছি, এটা বিরক্তিকর।"
সমাজ উন্নত হলেও। গর্ভধারণ, স্তন্যদুগ্ধ পান করানো এবং মাতৃত্বকালীন সুস্থতা সংক্রান্ত বদ্ধমূল ধারণার কোনও বদল হয়নি বলেই আক্ষেপ নেহার। তিনি আরও বলেন, "মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বদ্ধমূল ধারণা এবার বদলের সময় এসেছে। আমি সচেতনতা প্রচার করতে চাই। বস্তাপচা ধারণা বদল করতে চাই। মহিলাদের বোঝাতে চাই তাঁরা কেউ একা নন। এই বিষয়গুলি ধামাচাপা দিয়ে রেখে দেওয়ার মতো নয়। যতই আমার সমালোচনা করা হোক না কেন, আমি থেকে থাকার পাত্রী নই।" অভিনেত্রীর এই মন্তব্যের পালটা সমালোচকদের নতুন করে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
