সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন বেটিং অ্যাপে আর্থিক তছরুপের অভিযোগে অভিনেত্রী নেহা শর্মাকে সমন পাঠিয়েছিল ইডি। সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার ইডি অফিসে হাজিরা দিয়েছেন অভিনেত্রী তথা কংগ্রেস নেতা অজিত শর্মার কন্যা নেহা শর্মা। রেকর্ড করা হয়েছে অভিনেত্রীর বয়ানও। যদিও এ বিষয়ে অভিনেত্রী এখনও কোনওরকম মুখ খোলেননি।
জানা যাচ্ছে, বেটিং অ্যাপের বিজ্ঞাপনমূলক প্রচারের জন্যই চুক্তিবদ্ধ ছিলেন নেহা এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই প্রচারের জন্য পারিশ্রমিক কীভাবে দেওয়া হত তাও খতিয়ে দেখা হচ্ছে। ইডির তরফে আরও জানানো হয়েছে যে, যে সংশ্লিষ্ট অ্যাপের সঙ্গে বিজ্ঞাপনমূলক প্রচারের জন্য নেহা চুক্তিবদ্ধ ছিলেন তা সারা বিশ্বে রমরমিয়ে চললেও এদেশে একেবারেই নিষিদ্ধ। সেক্ষেত্রে সোশাল মিডিয়ার মাধ্যমে এই অ্যাপের মাধ্যমে ভারতে বিভিন্ন প্রচার চালাত। শুধু তাই নয়, এই অ্যাপের প্রচারের জন্য দেয় অর্থ আসত অবৈধ উৎস থেকে। আর তাই তা বিদেশ থেকে বিভিন্ন স্তরে লেনদেন হত বলে সূত্রের খবর।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও একাধিক অভিনেতা-অভিনেত্রীকে অনলাইন বেটিং অ্যাপে বিজ্ঞাপন করার সূত্রে সমন পাঠিয়েছিল ইডি। এর আগে এই সংক্রান্ত ঘটনায় সমন পাঠানো হয়েছিল বলিউডের তারকা উর্বশি রাউতেলা, সোনু সুদ ছাড়াও টলিউডের মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা ছাড়াও ক্রিকেট জগতের যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না প্রমুখকে। এবার সেই তালিকাতে জুড়ল নেহার নামও।
