সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিনোদুনিয়ায় সাড়া ফেলে বড়সড় চমক দিল নেটফ্লিক্স। হলিউডের বিনোদুনিয়ার সবথেকে পুরনো ও জনপ্রিয় 'ওয়ার্নার ব্রাদার্স'-এর মালিক হবে এবার নেটফ্লিক্স। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়েছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে। ৭২ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির বিনিময়েই নাকি কেনা হবে ওয়ার্নার ব্রাদার্স, এমনটাই জানানো হয় এদিন। বিনোদুনিয়ায় এ এক বড়সড় পরিবর্তন বলা যায়। এই মুহূর্তে বিনোদুনিয়ায় নেটফ্লিক্সের এক উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এবার পশ্চিমের অন্যতম বিনোদন সংস্থার সঙ্গে গটবন্ধন যেন তাতে এক আশীর্বাদ হয়ে আসতে চলছে বলেই আশা করছেন সিনেপ্রেমীরা।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল ওয়ার্নার ব্রস-এর মালিকানা হস্তান্তরের খবর। এবার তাতে সিলমোহর দিল নেটফ্লিক্স। এক্ষেত্রে কমকাস্ট ও প্যারামাউন্ট স্কাইডান্সের সঙ্গে দীর্ঘ দর কষাকষির পর তাদের পেছনে ফেলে এগিয়ে আসে নেটফ্লিক্স। এই ওয়ার্নার ব্রাদার্স-এর হাত ধরে দর্শক অতীতে পেয়েছেন 'হ্যারি পটার', 'গেম অফ থ্রোনস'-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি।
নেটফ্লিক্সের মুখপাত্র টেড সারানডোস এই নিয়ে বলেন, "আমরা এই পরিবর্তনের হাত ধরে বিনোদুনিয়ায় আমূল পরিবর্তন আনতে পারব বলেই আশা করব। এবার দেশ-বিদেশের নানা বিনোদনমূলক কনটেন্ট দর্শকের কাছে পৌঁছে দিতে পারব।" তবে সিনে বিশ্লেষকরা মনে করছেন যে, এই পরিবর্তনের ফলে বিদেশের বাজারে ও বিভিন্ন প্রতিযোগী সংস্থার থেকে এবার জনপ্রিয় মাধ্যম
নেটফ্লিক্স নানা বাধার সম্মুখীন হতে পারে। তবে সিনেপ্রেমীরা এই পরিবর্তনের ফলে আরও নতুন ধরনের কনটেন্ট পাওয়ার আশায় বুক বাঁধছেন।
