shono
Advertisement
Karan Johar

'নির্লজ্জের মতো হাসছে!', ধর্মেন্দ্রর স্মরণসভায় গিয়ে ট্রোলড করণ জোহর

মুম্বইয়ের অভিজাত হোটেলে আয়োজিত হয় কিংবদন্তি অভিনেতার স্মরণসভা।
Published By: Biswadip DeyPosted: 01:16 PM Nov 30, 2025Updated: 01:16 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র। বৃহস্পতিবার সানি ও ববির তরফে মুম্বইয়ের অভিজাত এক হোটেলে কিংবদন্তি অভিনেতার স্মরণসভার আয়োজন করা হয়। সেই স্মরণসভায় দেখা গিয়েছে শাহরুখ-সলমন-রেখা-ঐশ্বর্যর মতো তারকাদের। কিন্তু সেখানে এসে ট্রোলড হতে হল করণ জোহরকে। তারকা পরিচালককে দেওয়া হল 'জোকার' তকমাও।

Advertisement

ঠিক কী হয়েছিল? স্মরণসভায় ঢোকার সময় গাড়িতে বসে থাকা ফোন কানে থাকা করণকে হাসতে দেখা যায়। ভিডিওয় সেই দৃশ্য দেখেই ক্ষুব্ধ নেটিজেনরা। কেউ লিখেছেন, 'নির্লজ্জের মতো হাসছে।' আবার কারও তোপ, 'দেখে তো মনে হচ্ছে না কারও স্মরণসভায় যাচ্ছেন!' আবার কারও মন্তব্য, 'এই জোকাররা নির্লজ্জই! এ তো জানেই না কোথায় যাচ্ছে- স্মরণসভা, নাকি কোনও ককটেল পার্টি!' প্রসঙ্গত, করণ জোহর বরাবরাই নেটিজেনদের 'টার্গেট'। তাঁকে বলিউডের স্বজনপোষণের অন্যতম 'হোতা' বলে খোঁচা দেওয়া হয়। করণও পালটা 'জবাব' দেন। তবে এখনও পর্যন্ত ধর্মেন্দ্রর স্মরণসভায় এসে বিতর্কের মুখে পড়ার পর তা নিয়ে মুখ খোলেননি তিনি।

উল্লেখ্য, সানি-ববি আয়োজিত স্মরণসভায় উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই মেয়ে অজিতা ও বিজয়েতা। এসেছিলেন রেখা, জ্যাকি শ্রফ, শাবানা আজমি, সলমন খান, শাহরুখ খান, আরিয়ান খান, ঐশ্বর্য রাই বচ্চন, সিদ্ধার্থ মালহোত্রা প্রমুখ। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে স্মরণসভার ভিডিও। হেমার অনুপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সর্বত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র।
  • বৃহস্পতিবার সানি ও ববির তরফে মুম্বইয়ের অভিজাত এক হোটেলে কিংবদন্তি অভিনেতার স্মরণসভার আয়োজন করা হয়।
  • কিন্তু সেখানে এসে ট্রোলড হতে হল করণ জোহরকে। তারকা পরিচালককে দেওয়া হল 'জোকার' তকমাও।
Advertisement