shono
Advertisement
Nick Priyanka

বিবাহবার্ষিকীতে বিকিনি পরে গায়ে রোদ মাখছেন প্রিয়াঙ্কা, লেন্সবন্দি করে নিক বললেন, 'আমার ড্রিম গার্ল...'

স্ত্রীর বিকিনি লুকে 'ক্লিন বোল্ড' নিক জোনাস। 'পরদেশিবাবু'র আদরে কী বললেন প্রিয়াঙ্কা? 
Published By: Sandipta BhanjaPosted: 02:48 PM Dec 02, 2025Updated: 02:48 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের ভিড়ে বিরল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০১৮ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে নিক-প্রিয়াঙ্কার অসমবয়সি প্রেম নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ার অন্দরে। স্বামী-স্ত্রীর বয়সের দশ বছরের ফারাক। প্রিয়াঙ্কা বর্তমানে ৪২ আর নিক জোনাসের বয়স ৩২। মাঝে শোনা যায়, তাঁদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে সুখী দাম্পত্যের ছয় বছর পার করে ফেলেছেন নিক-প্রিয়াঙ্কা। এবার বিয়ের সাত বছরের জন্মদিনেও রোম্যান্সের ঝলক দেখালেন তারকাদম্পতি।

Advertisement

বিবাহবার্ষিকী উপলক্ষে বিদেশের চোখধাঁধানো লোকেশনে ছুটি কাটাতে গিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। সেখান থেকেই মঙ্গলবার সাতসকালে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন বলিউডের 'পরদেশি জামাই'। বিকিনি পরনে 'দেশি গার্ল'কে পিছন থেকে লেন্সবন্দি করে নিক লিখেছেন, 'আমার ড্রিম গার্ল-এর সঙ্গে বিয়ের সাত বছর হল।' সেই ছবিতেই দেখা গেল, পাহাড় ঘেরা নীল জলরাশির ধারে লাল বিকিনি পরে গায়ে রোদ মাখছেন প্রিয়াঙ্কা। শরীরে জড়ানো তোয়ালে। হাতে পাণীয়র গ্লাস। স্ত্রীর শরীরী হিল্লোলে মন্ত্রমুগ্ধ হয়ে সেই ফ্রেমই ক্যামেরাবন্দি করেছেন নিক জোনাস। বিয়ের জন্মদিনে স্বামীর আদুরে পোস্টে ততোধিক আপ্লুত অভিনেত্রীও। পালটা নিককে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, 'তোমাকে ঘিরেই তো সব স্বপ্ন।' স্বামী-স্ত্রীর এহেন মাখোমাখো রসায়নে সরগরম নেটভুবন। বিয়ের সাত বছর পরও যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি, তা আর বলার অপেক্ষা রাখে না।

শুটিং-মিউজিক্যাল ট্যুর, শত ব্যস্ততার মাঝেও কীভাবে বাড়িতে সময় কাটান নিক-প্রিয়াঙ্কা? এপ্রসঙ্গে মাসখানেক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, রবিবার সকালের উন্মাদনা বরাবরই তাঁর কাছে আলাদা। কেন? প্রিয়াঙ্কার কথায়, "রবিবার সকালে বিছানায় একে-অপরের সঙ্গে গা ঘেঁষাঘেষি না করলে, হয়ই না! এটা আমাদের কাছে বাধ্যতামূলক।" অভিনেত্রী জানিয়েছেন, সপ্তাহের ওই একটা দিনই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় পান তিনি। ছুটির দিনে এই বিষয়টা তাঁদের কাছে রীতিমতো 'ট্র্যাডিশন' হয়ে দাঁড়িয়েছে। কোনওমতেই এই নিয়মের নড়চড় হয় না। প্রিয়াঙ্কার জীবনের সবথেকে বড় শান্তি কী? এপ্রসঙ্গে অভিনেত্রীর মত, "আমার জীবনের সবথেকে বড় বিলাসিতা হল বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানো। একে-অপরের মধ্যে ডুবে থাকা। এদিনটা কোথাও যাওয়ার তাড়া থাকে না।" তবে অবসরে চিত্রনাট্য পড়ার পাশাপাশি তিনি টিভিও দেখেন বলে জানিয়েছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবাহবার্ষিকী উপলক্ষে বিদেশের চোখধাঁধানো লোকেশনে ছুটি কাটাতে গিয়েছেন নিক-প্রিয়াঙ্কা।
  • সেখান থেকেই মঙ্গলবার সাতসকালে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন বলিউডের 'পরদেশি জামাই'।
  • বিকিনি পরনে 'দেশি গার্ল'কে পিছন থেকে লেন্সবন্দি করে নিক লিখেছেন, 'আমার ড্রিম গার্ল-এর সঙ্গে বিয়ের সাত বছর হল।'
Advertisement