এ যেন স্বপ্নের বিয়ে। রবিবার উদয়পুরে খ্রিষ্টান মতে বিয়ে সারার পর সোমবার হিন্দু মতে চারহাত এক হয় স্টেবিন বেন ও নূপুর স্যাননের। উদয়পুরে খ্রিটান ও হিন্দু, দুই রীতি মেনে বিয়ে সারার পর এবার প্রথমবার জনসমক্ষে ধরা দিলেন নবদম্পতি। তবে শুধু নবদম্পতিই নয়, এদিন পাপারাজ্জিদের ক্যামেরা তাক করে অভিনেত্রী কৃতী স্যাননকেও। যার জেরে হঠাৎই মেজাজ হারান অভিনেত্রী। কিন্তু কেন?
বিয়ে সেরে উদয়পুর থেকে বাড়ি ফেরার সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে ধরা দেন নূপুর ও স্টেবিন। সঙ্গে ছিলেন কৃতীও। শুধু তাই নয়, নবদম্পতির পাশাপাশি এদিন বিমানবন্দরে কৃতী ও তাঁর চর্চিত বয়ফ্রেন্ড কবীর বাহিয়ার দিকেও ক্যামেরা তাক করেন পাপারাজ্জিরা। আর এর জেরে রীতিমতো চটে যান কৃতী। পাপারাজ্জিদের উপর রীতিমতো মেজাজ হারান তিনি। বলে রাখা ভালো, বোনের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে চুটিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে কৃতীকেও। সঙ্গীত, মেহেন্দি থেকে গায়ে হলুদ, স্নেহের ছোট বোনকে ভালোবাসায় ভরিয়েছেন কৃতী। উল্লেখ্য, বিয়ের পর প্রথম এয়ারপোর্টে লুক ছিল নবদম্পতির বেশ নজরকাড়া। এদিন নূপুর পরেছিলেন হালকা নীল রঙের সালোয়ার স্যুট। স্টেবিন পরেছিলেন সাদা মিরর ওয়ার্ক কুর্তা। পাপারাজ্জিদের অনুরোধে ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাঁদের।
রবিবার, খ্রিস্টানমতে বিয়ের পোশাক হিসেবে স্টেবিন ও নুপূর বেছে নিয়েছিলেন সাদা পোশাকই। ঠোঁটে ঠোঁট রেখে এদিন চারহাত এক হয় নূপুর ও স্টেবিনের। সোশাল মিডিয়ায় রবিবারই ভাগ করে নিয়েছিলেন সেই ছবি নবদম্পতি। এরপর সোমবার হিন্দু রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। এদিন নূপুর সেজেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা কমলা রঙের লেহেঙ্গায়। সঙ্গে ভারী গয়না, হেয়ারস্টাইলে নতুন কনে নূপুরকে লাগছিল অপরূপা। আর স্টেবিন পরেছিলেন বেজ রঙের শেরওয়ানি। দীর্ঘদিনের সম্পর্ক স্টেবিনের সঙ্গে নূপুরের। বিনোদুনিয়ার বিভিন্ন অনুষ্ঠানে দেখা বদলে যায় একটা সময় ভালো বন্ধুতে। এরপর তা ধীরে ধীরে ভালবাসায় পরিণত হয়। অবশেষে দীর্ঘ সময়ের পর সেই ভালোবাসাই পরিণতি পেল উদয়পুরের বুকে। স্যানন পরিবারের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠানে কোনও খামতি ছিল না।
