সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই বাড়ছে ওটিটি প্ল্যাটফর্মের রমরমা। ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার এতটাই যে তার কনটেন্টেও রয়েছে বৈচিত্র। আবার কিছু কনটেন্ট এমনই যা শিশুমনে প্রভাব বিস্তার করে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে ওটিটি প্ল্যাটফর্মে নিষিদ্ধ কনটেন্ট সম্প্রচারে রাশ টেনেছিল। আইনবিরুদ্ধ কনটেন্ট সম্প্রচারে বিধিনিষেধ আরোপিত হয়েছিল।
কেন্দ্রের তরফে ১৭ ডিসেম্বর, বুধবার লোকসভায় এই নিয়ে স্পষ্ট জানানো হয় যে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের আওতায় ওটিটি প্ল্যাটফর্মগুলি পড়বে না। ওটিটি প্ল্যাটফর্মগুলি ২০২১ সালের তথ্যপ্রযুক্তি নিয়ম মেনে ও বয়সের নিরিখে কনটেন্ট দর্শকের দরবারে নিয়ে আসবে। শুধু তাই নয়, নিজ দায়িত্বে কনটেন্টের সম্প্রচার চালাবে। বয়সের বিধিবদ্ধকরণ থাকতে হবে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জানান হয়েছে যে, নিয়মের বিরোধিতা করা যাবে না। নিয়ম মেনে কনটেন্টের সম্প্রচার করতে পারবে ওটিটি প্ল্যাটফর্মগুলি।এবং এই বিষয়টি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই একটি ত্রিস্তরীয় প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়েছে এই বিষয়ে যে, প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মকে তাদের প্রত্যেকটি কনটেন্ট পর্যবেক্ষণ করে স্ট্রিম করার পরামর্শ দেওয়া হয়েছে।
