shono
Advertisement
Palash Muchhal

স্মৃতির মতোই প্রাক্তন প্রেমিকাকে হাঁটু মুড়ে প্রোপোজ, বিরভাকেও কি 'চিট' করেছিলেন পলাশ?

কে এই বিরভা শাহ?
Published By: Arpan DasPosted: 10:54 AM Nov 26, 2025Updated: 02:13 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলের (Palash Muchhal) কি আদৌ বিয়ে হবে? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। পলাশের বিরুদ্ধে 'চিটিংয়ের' অভিযোগ ঘুরছে নেটপাড়ায়। অথচ কদিন আগে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হাঁটু মুড়ে প্রোপোজ করেছিলেন স্মৃতিকে। আর বিয়ে ভাঙার জল্পনার মধ্যে ফিরে আসছে পলাশের জীবনের পুরনো প্রেমকাহিনি। সেখানেও একই কায়দায় প্রোপোজ করেছিলেন প্রাক্তন প্রেমিকাকে।

Advertisement

সবকিছু ঠিক থাকলে গত রবিবারই সাতপাকে বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং গায়ক পলাশ মুছল (Smriti Mandhana Marriage Controversy )। কিন্তু আচমকা স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে স্থগিত করে দিতে হয়। যদিও কেউ কেউ বলছেন ওই বিয়ে ভেঙে যাওয়ার নেপথ্যে রয়েছেন তৃতীয় এক ব্যক্তি। সোশাল মিডিয়ায় গুঞ্জন, স্মৃতিদের বিয়ে ভেঙে যাওয়ার নেপথ্যে রয়েছেন এক কোরিওগ্রাফার। নাম মেরি ডি কস্টা। বিয়ের ঠিক আগেই নাকি তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে।

এবার ফিরল পলাশের জীবনের আরেক প্রেমকাহিনি। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে একই ভাবে হাঁটু মুড়ে প্রোপোজ করেছিলেন প্রাক্তন প্রেমিকাকে। যাঁর নাম বিরভা শাহ। চারদিকে গোলাপ ফুল দিয়ে 'লাভ সাইন' তৈরি করেছিলেন। সেই ছবি সোশাল মিডিয়ায় দিয়ে পলাশ লিখেছিলেন, 'ফরএভার'। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। সেই সময় বিরভা ছিলেন মুম্বইয়ের জয় হিন্দ কলেজের ছাত্রী। পলাশের বয়স ছিল তখন ২১ বছর। তবে কেন তাঁদের প্রেম ভেঙেছিল, তা জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন, বিরভার সঙ্গেও সম্ভবত 'চিটিং' করেছিলেন পলাশ। নাহলে প্রোপোজের দু'বছরের মধ্যেই কীভাবে স্মৃতির সঙ্গে সম্পর্কে জড়ান? 

উল্লেখ্য, বিয়ের ঠিক আগের রাতেই নাকি পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরিকে। গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখোমাখো চ্যাটও ফাঁস হয়ে যায়। তারপরেই স্থগিত ‘পালরিতি’র বিয়ে। মেরি ডি’কস্টা নামের ওই কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। ওই স্ক্রিনশটে যে চ্যাট দেখা গিয়েছে তা স্মৃতির পক্ষে মেনে নেওয়া কষ্টকর। কোনওটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। ভাইরাল হওয়া চ্যাট অনুযায়ী, স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও মেরির কাছে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। এমনকী বিয়ের পরও মেরির সঙ্গে সম্পর্ক রাখতে চান, এমন ইঙ্গিতও মিলেছে পলাশের কথায়। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলের কি আদৌ বিয়ে হবে? সেই নিয়ে জল্পনা তুঙ্গে।
  • পলাশের বিরুদ্ধে 'চিটিংয়ের' অভিযোগ ঘুরছে নেটপাড়ায়।
  • অথচ কদিন আগে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হাঁটু মুড়ে প্রোপোজ করেছিলেন স্মৃতিকে।
Advertisement