সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা অসুস্থ বাবা। নানা রীতিনীতি পালনের পরেও বিয়ে সম্পন্ন হয়নি পলাশ-স্মৃতির। স্থগিত হয়ে যায় বিয়ে। আবার মাঝে কানাঘুষো শোনা যায়, তৃতীয় কারও উপস্থিতি। বিয়ের ঠিক আগের রাতেই নাকি পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরি ডি’কস্টা নামের এক কোরিওগ্রাফারকে। গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখোমাখো চ্যাটও ফাঁস হয়ে যায়। তারপরেই স্থগিত ‘পালরিতি’র বিয়ে। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা যায়নি। সম্পর্কে ফাটল নাকি সত্য়ি বাবার অসুস্থতায় বিয়ে স্থগিত, তা এখনও স্পষ্ট নয়। আদৌ কবে নতুন করে বিয়ের আসর বসবে, তা এখনও জানা যায়নি। নিন্দুকরা যে যাই বলুন না কেন, মন্তব্য করেননি দুই পরিবারের কেউই। আরও একবার মুখ খুললেন পলাশের দিদি পলক মুছল।
এক সাক্ষাৎকারে পলক বলেন, "আমার মনে হয় দুই পরিবার খুব খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর আপনারা যা বলছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই আমরা শুধুমাত্র ইতিবাচক কথায় বিশ্বাসী। যতটা পারেন দয়া করে ইতিবাচক কথাই প্রচার করুন। শক্তিশালী হোন।" তবে সম্পর্কের ভাঙনের গুঞ্জন নিয়ে তিনি বরাবরের মতো এবারও 'স্পিকটি নট'। এর আগেও ইনস্টা স্টোরিতে স্মৃতির বাবার অসুস্থতা নিয়ে পোস্ট করেন 'ননদ' পলক। তিনি লেখেন, 'স্মৃতির বাবার শারীরিক অবস্থার কারণেই স্মৃতি এবং পলাশের বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে। সকলকে অনুরোধ করব, এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে মর্যাদা দিন।'
বিয়ে স্থগিত হওয়ার পর থেকে স্মৃতিকে দেখা যায়নি। তবে সম্প্রতি দেখা গিয়েছে পলাশকে। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন। পলাশের মা ও আত্মীয়দের সঙ্গে দেখা যায়। পলাশের মা অমিতা বেশ হাসিখুশিই ছিলেন। তবে কেউই কোনও কথা বলেননি। তাঁরা কোথায় যাচ্ছেন, সেটাও জানা যায়নি। এর মধ্যে আবার ইনস্টাগ্রামের বায়ো বদলেছেন স্মৃতি ও পলাশ। দু’জনের বায়োতেই এখন ‘ইভিল আই’ ইমোজি। যেটা ব্যবহার করা হয়, যেন ‘নজর না লাগে’ এটা বোঝানোর জন্য। আসলে স্মৃতির বিয়ে ও তার আগের অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরেই চর্চায় ছিল। তাঁদের একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল হয়। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে স্থগিত হয়েছে।
তাই কি ‘ইভিল আই’ ব্যবহার করা হচ্ছে? যাতে তাঁদের সম্পর্কে কারও ‘নজর না লাগে’? তাছাড়া একই সময় দু’জনের বায়ো বদলানোর অর্থ, একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে তাঁদের দূরত্বের জল্পনাও উড়িয়ে দিচ্ছেন অনেকে। শেষমেশ দু'জনের জীবনের পথ মিলেমিশে একাকার হয়ে যায় নাকি শুরুর আগে ভেঙে চৌচির হয়ে যাবে দাম্পত্য স্বপ্ন, সে উত্তর দেবে সময়।
