সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সঙ্গে পলাশ মুছলের (Palash Muchhal) বিয়ে (Wedding) আচমকা স্থগিত হওয়ার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। এখনও তা নিয়ে জলঘোলা অব্যাহত। এমনকী পলাশের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগও উঠেছে। অবশেষে প্রকাশ্যে এলেন পলাশ। বিমানবন্দরে বেশ হাসিমুখেই দেখা গেল বলিউডের সুরকারকে।
পলাশের পরনে ছিল কালো পোশাক। বিমানবন্দরে তিনি ঢুকতেই পাপারাৎজ্জিরা ঘিরে ধরেন। হাসিমুখে হাতও নাড়ান পলাশ। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন। পলাশের মা ও আত্মীয়দের সঙ্গে দেখা যায়। পলাশের মা অমিতা বেশ হাসিখুশিই ছিলেন। তবে কেউই কোনও কথা বলেননি। তাঁরা কোথায় যাচ্ছেন, সেটাও জানা যায়নি। অন্যদিকে স্মৃতির পরিবার থেকে এখনও কেউ মুখ খোলেননি।
সব ঠিক থাকলে ২৩ নভেম্বর চার হাত এক হত। প্রথমে জানা যায়, স্মৃতির বাবা আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিয়ে স্থগিত রাখা হয়। পরদিন অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হন পলাশও। এর মধ্যে শুরু হয় পলাশের একাধিক সম্পর্ক নিয়ে জল্পনা। বিয়ের ঠিক আগের রাতেই নাকি পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরি ডি’কস্টা নামের এক কোরিওগ্রাফারকে। গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখোমাখো চ্যাটও ফাঁস হয়ে যায়। তারপরেই স্থগিত ‘পালরিতি’র বিয়ে। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা যায়নি।
এর মধ্যে ইনস্টাগ্রামের বায়ো বদলেছেন স্মৃতি ও পলাশ। দু’জনের বায়োতেই এখন ‘ইভিল আই’ ইমোজি। যেটা ব্যবহার করা হয়, যেন ‘নজর না লাগে’ এটা বোঝানোর জন্য। আসলে স্মৃতির বিয়ে ও তার আগের অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরেই চর্চায় ছিল। তাঁদের একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল হয়। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে স্থগিত হয়েছে। তাই কি ‘ইভিল আই’ ব্যবহার করা হচ্ছে? যাতে তাঁদের সম্পর্কে কারও ‘নজর না লাগে’? তাছাড়া একই সময় দু’জনের বায়ো বদলানোর অর্থ, একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে তাঁদের দূরত্বের জল্পনাও উড়িয়ে দিচ্ছেন অনেকে।
