shono
Advertisement
Ranbir Kapoor

নেমন্তন্ন করে দূরছাই! রণবীর কাপুরের 'পিআর স্টান্টে' ক্ষুব্ধ পাপারাজ্জিরা

বনশালির অফিসে মারাত্মক ঝামেলায় জড়ালেন রণবীর! শুনতে হল কটাক্ষও।
Published By: Sandipta BhanjaPosted: 10:00 AM Dec 02, 2025Updated: 10:00 AM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেদুনিয়ার পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে নানা মুনির নানা মত। কেউ প্রচারের ঢক্কা নিনাদে বিশ্বাসী। নিজের ঢাক নিজে পেটাতে ছবিশিকারিদের আমন্ত্রণ জানান তো কেউ বা আবার হাতে ক্যামেরা দেখলেই দূরছাই করেন কিংবা ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে মেজাজ হারান। এমন তারকাদের সংখ্যা নেহাত কম নয় বলিউডে। তবে এবার হিসেবের উলট-পুরাণ! রণবীর কাপুরের উপর মেজাজ হারালেন পাপারাজ্জিরা। যার জেরে বনশালির অফিসে তুমুল বাকবিতণ্ডায় জড়াল সুপারস্টারের টিম।

Advertisement

ঠিক কী ঘটেছে? সম্প্রতি 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির কাজে সঞ্জয় লীলা বনশালির অফিসে গিয়েছিলেন রণবীর। অভিনেতার টিমের তরফেই নাকি সেখবর পৌঁছে গিয়েছিল পাপারাজ্জিদের কাছে। নির্ধারিত সময়মাফিক ক্যামেরা হাতে তাঁরাও ভিড় জমান পরিচালকের অফিসের সামনে। তবে অভিযোগ, রণবীর নাকি ভিডিও করতে দেওয়া তো দূরঅস্ত এমনকী ছবি পর্যন্ত তুলতে দেননি তাঁদের। আর তাতেই রণবীরের উপর রেগে কাঁই বলিউডের পাপারাজ্জিরা। অতঃপর সুপারস্টার কাপুরের পিআর টিমকে তুলোধনা করতেও ছাড়লেন না তাঁরা। পাপারাজ্জিদের দাবি, নিজেরা নেমন্তন্ন করে ডেকে এনে দুর্ব্যবহার করছেন ছবিশিকারিদের সঙ্গে। যার জেরে বনশালির অফিসের বাইরে তুমুল ঝামেলাও শুরু হয়।

ঘটনার জেরে রণবীরের টিমের উপর পাপারাজ্জিরা এতটাই ক্ষিপ্ত যে বনশালির অফিসের সামনেই সুপারস্টারের উদ্দেশে জনৈককে চিৎকার করে বলতে শোনা যায়, "আপনিই তো ডেকেছেন। তাহলে ছবি তুলতে বাঁধা দিচ্ছেন কেন? আমাদের সকলের কাছে কিন্তু প্রমাণ স্বরূপ আপনার টিমের মেসেজ রয়েছে।" এই অবশ্য প্রথম নয়, এর আগেও পাপারাজ্জিদের সঙ্গে তারকাদের সংঘাতের খবর প্রকাশ্যে এসেছে। রণবীরের বিরুদ্ধেও একাধিকবার ছবিশিকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বছরখানেক আগে কঙ্গনা রানাউত বিস্ফোরক দাবি করেছিলেন যে, 'রণবীর-আলিয়ার পিআর টিম ছবিশিকারীদের কাছে নিজেদের তথ্য পৌঁছে দিয়ে নিজেরাই দাবি করেন যে, তাঁরা নাকি বিশাল সুপারস্টার। সব ফেক!' বনশালির অফিসের ঘটনা যেন সেই স্মৃতিই উসকে দিল। যার জেরে পাপারাজ্জিদের কটাক্ষের গেরোয় পড়তে হল খোদ অভিনেতাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রণবীর কাপুরের উপর মেজাজ হারালেন পাপারাজ্জিরা।
  • যার জেরে বনশালির অফিসে তুমুল বাকবিতণ্ডায় জড়াল সুপারস্টারের টিম।
  • অভিযোগ, রণবীর নাকি ভিডিও করতে দেওয়া তো দূরঅস্ত এমনকী ছবি পর্যন্ত তুলতে দেননি তাঁদের।
Advertisement