shono
Advertisement
Param Sundari

দক্ষিণী জাহ্নবীর সঙ্গে উত্তর ভারতের সিদ্ধার্থের প্রেম জমে ক্ষীর! দেখুন 'পরম সুন্দরী'র ট্রেলার

কেমন হল 'পরম সুন্দরী'র ট্রেলার?
Published By: Arani BhattacharyaPosted: 07:10 PM Aug 12, 2025Updated: 07:10 PM Aug 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার প্রকাশ্যে এল জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ছবি 'পরম সুন্দরী'র ট্রেলার। জমজমাট প্রেমের গল্প বলবে এই ছবি। ইতিমধ্যেই নজর কেড়েছে ছবির ট্রেলার। দুই রাজ্যের দুটি মানুষ যাঁদের মধ্যে সমস্ত দিক থেকেই বিস্তর পার্থক্য। তাদের হঠাৎ দেখা হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাঁদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে এটাই ছবির মূল টুইস্ট।

Advertisement

ছবির দুই চরিত্র পরম অর্থাৎ সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত চরিত্র ও সুন্দরী অর্থাৎ জাহ্নবী অভিনীত চরিত্র দুটির দেখা হয়। পরম একজন উত্তর ভারতের বাসিন্দা যে কিনা আসে দক্ষিণ ভারতের কেরালায় বেড়াতে। সেখানে এসে সে ওঠে দক্ষিণ ভারতের বাসিন্দা সুন্দরীর বাড়িতে টুরিস্ট হিসাবে। শুরুতেই দেখা যাচ্ছে, একটি চার্চে প্রথম দেখা হচ্ছে পরম আর সুন্দরীর। তারপর তাঁদের ভালোবাসায় মোড়া মুহূর্ত ফুটে উঠছে পর্দায়। এখান থেকেই দানা বাঁধবে তাঁদের সম্পর্কের রসায়ন। এক দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয়র মধ্যে গড়ে উঠবে ভালোবাসার সম্পর্ক। তবে যেহেতু ভালোবাসার সম্পর্কের মোড়কে এই ছবির গল্প পরিবেশিত হবে তাই তাতে খানিক দূরত্ব ও মানঅভিমানের পালা তো থাকবেই। দূরে গিয়ে কি কাছে আসবে পরম আর সুন্দরী? তা যদিও জানা যাবে ছবি দেখলেই।

শুধু তাই নয় এই ট্রেলারে ইতিমধ্যেই নজর কেড়েছে জাহ্নবীর মোহিনীঅট্টম নাচ। শুধু তাই নয় ট্রেলারে জাহ্নবীকে দেখা যাচ্ছে রীতিমতো সিদ্ধার্থ ও মনজোত সিংকে দক্ষিণী ভাষাগুলির পার্থক্য বোঝাতে। অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষার মধ্যে পার্থক্য কতটা তা ধরে ধরে বুঝিয়ে দিতে। সঙ্গে হিরোসুলভ হাবভাব ফুটিয়ে তুলতে সিদ্ধার্থ বেশ সিদ্ধহস্ত। আর তার জন্য ছবির হিরো শরণাপন্ন হয়েছে আট থেকে আশির পছন্দের হিরো শাহরুখ খানের। সব মিলিয়ে নজর কেড়েছে 'পরম সুন্দরী' ছবির ট্রেলার। ট্রেলার দেখে দর্শক বলছেন পুরনো দিনের বলিউড ছবির আমেজ ফিরে আসতে পারে এই ছবির হাত ধরে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার প্রকাশ্যে এল জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ছবি 'পরম সুন্দরী'র ট্রেলার।
  • ছবির দুই চরিত্র পরম অর্থাৎ সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত চরিত্র ও সুন্দরী অর্থাৎ জাহ্নবী অভিনীত চরিত্র দুটির দেখা হয়।
  • পরম একজন উত্তর ভারতের বাসিন্দা যে কিনা আসে দক্ষিণ ভারতের কেরালায় বেড়াতে। সেখানে এসে সে ওঠে দক্ষিণ ভারতের বাসিন্দা সুন্দরীর বাড়িতে টুরিস্ট হিসাবে।
Advertisement