shono
Advertisement
Poonam Pandey Maha Kumbh

'আমার সব পাপ ধুয়ে গেল', মোক্ষলাভের আশায় মহাকুম্ভে 'শাহি স্নান' ক্যানসার নিয়ে ঠাট্টা করা পুনম পাণ্ডের!

মহাকুম্ভে যোগ দিয়ে কী উপলব্ধি বিতর্কিত মডেল-অভিনেত্রীর?
Published By: Sandipta BhanjaPosted: 04:14 PM Jan 30, 2025Updated: 06:44 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে গিয়ে ঠাট্টা করেছিলেন! সেই 'ডেথ স্টান্ট'-এর মাশুল হিসেবে ১০০ কোটি টাকার মানহানি মামলাও দায়ের হয় পুনম পাণ্ডের (Poonam Pandey) বিরুদ্ধে। এবার সেই বিতর্কিত মডেল-অভিনেত্রীই মহাকুম্ভে ( Maha Kumbh 2025) 'শাহি স্নান' সেরে তাঁর সব পাপ ধুয়ে ফেলার দাবি করলেন।

Advertisement

মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে প্রয়াগরাজে পৌঁছন পুনম পাণ্ডে। পবিত্র উৎসবে যোগ দিয়ে ত্রিবেণী সঙ্গমে শাহি স্নানও সারেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পুনম পাণ্ডের দাবি, "এবার আমার সব পাপ ধুয়ে গেল।" 'খতরো কে খিলাড়ি' থেকে 'লক আপ'-এর মতো একাধিক রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছিলেন পুনম। শুধু তাই নয়, মাঝেমধ্যেই নগ্নতামূলক পোস্ট করে চর্চার শিরোনামে উঠে আসা তার জন্যে একপ্রকার জলভাতই হয়ে দাঁড়িয়েছিল। তবে ২০২৪ সালে জরায়ুর ক্যানসারে নিজের মৃত্যুর ভুয়ো খবর পোস্ট করে বিপাকে পড়েন মডেল অভিনেত্রী। তার পর থেকেই অন্তরালে পুনম। এবার মহাকুম্ভে যোগ দিয়ে ফের খবরের শিরোনামে নিজের জায়গা করে নিলেন তিনি।

প্রয়াগরাজ থেকে শাহি স্নানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন পুনম পাণ্ডে। মহাকুম্ভে যোগ দিয়ে কেমন অভিজ্ঞতা? সেকথাও জানালেন ক্যাপশনে। মডেল অভিনেত্রীর মন্তব্য, "মহাকুম্ভ... যেখানে জীবনকে কাছ থেকে দেখছি। যেখানে ৭০ বছর বয়সি একজন বৃদ্ধ খালি পায়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে চলেছেন, যেখানে বিশ্বাস কোন সীমা মানে না।" পাশাপাশি মৌনী অমাবস্যার মাঝরাতে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়ে পুনম পাণ্ডে লিখলেন, "আশা করি ওঁদের মোক্ষলাভ হোক। এখানকার আধ্যাত্মিক পরিবেশ, ভক্তি আমাকে বাকরুদ্ধ করে দিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে প্রয়াগরাজে পৌঁছন পুনম পাণ্ডে। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানালেন।
  • পবিত্র উৎসবে যোগ দিয়ে ত্রিবেণী সঙ্গমে শাহি স্নানও সারেন তিনি।
  • সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পুনম পাণ্ডের দাবি, "এবার আমার সব পাপ ধুয়ে গেল।"
Advertisement