shono
Advertisement
Prabhas- Raja Saab

মুক্তি পেতে বাকি ৬ মাস, পাইরেসির জালে প্রভাসের 'রাজা সাব'! বিতর্ক তুঙ্গে

খবর প্রকাশ্যে আসতে মন খারাপ প্রভাস অনুরাগীদেরও।
Published By: Arani BhattacharyaPosted: 08:43 PM Jun 13, 2025Updated: 08:49 PM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরে মুক্তি পাবে 'বাহুবলী' প্রভাসের ছবি 'রাজা সাব'। দক্ষিণী এই তারকার ছবি মানেই অনুরাগীদের প্রত্যাশা তুঙ্গে। প্রিয় সুপারস্টারের ছবির জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। কিন্তু মুক্তির আগেই বড়সড় ধাক্কা খেল 'রাজা সাব'। আর তাতেই মনখারাপ সিনেপ্রেমীদের। 

Advertisement

হঠাৎ কী এমন হল? আগামী ১৬ জুন ছবির টিজার মুক্তির কথা ছিল। তার আগেই ঘটল বিপত্তি। নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে টিজার মুক্তি পাওয়ার আগেই তার বেশ কিছু ক্লিপ ও স্টিল ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। আর তাতেই মাথায় হাত ছবির নির্মাতাদের। ছবি মুক্তির আগেই পাইরেসির জালে জড়িয়ে পড়েছে 'রাজা সাব'। তবে তা আটকাতে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছে ছবির টিম। ছবির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ছবির টিমের তরফে জানানো হয়েছে 'কেউ যদি বেআইনিভাবে এই অননুমোদিত কনটেন্ট শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।' 

 

এই খবর প্রকাশ্যে আসতে মন খারাপ প্রভাস-অনুরাগীদেরও। এই দুঃসময়ে ছবির টিমের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'এই ঘটনা খুবই দুঃখজনক। আমাদের সকলের উচিত এই সময় ছবির পাশে থাকা।', কেউ আবার লিখেছেন, 'খুব খারাপ একটি খবর। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়।' উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে মারুতির পরিচালনায় প্রভাসস্টারার ছবি 'রাজা সাব'। এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহন প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১৬ জুন ছবির টিজার মুক্তির কথা ছিল। তবে তার আগেই ঘটল বিপত্তি।
  • ছবির টিমের তরফে জানানো হয়েছে 'কেউ যদি বেআইনিভাবে এই অননুমোদিত কনটেন্ট শেয়ার করে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে'।
  • ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহন প্রমুখ।
Advertisement