shono
Advertisement
Preity Zinta

'প্রয়োজনে কালী রূপ ধারণ করব', উত্তপ্ত আবহে কেন কড়া হুঁশিয়ারি দিলেন প্রীতি জিন্টা?

আচমকাই কেন হুঁশিয়ারি দিলেন 'সোলজার' অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 04:08 PM May 14, 2025Updated: 04:08 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দায় দীর্ঘদিন দেখা নেই! তৎসত্ত্বেও তাঁকে নিয়ে বিন্দুমাত্র উন্মাদনার অভাব নেই ভারতীয় অনুরাগীদের মধ্যে। 'পাঞ্জাব কিংস'-এর মালকিন হিসেবে তিনি বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত। কখনও গ্যালারিতে আবার কখনও বা মাঠে খেলোয়ারদের সঙ্গে 'ডিম্পল সুন্দরী'র হাসিঠাট্টার মুহূর্ত ভাইরাল হয়েছে। এসবের মাঝেই ফের চর্চায় প্রীতি জিন্টা। কেন? কারণ দেশের উত্তপ্ত পরিস্থিতিতে প্রীতি হুঁশিয়ারি ছুড়েছেন, প্রয়োজনে তিনি কালী রূপ ধারণ করবেন।

Advertisement

আচমকাই কেন হুঁশিয়ারি দিলেন 'সোলজার' অভিনেত্রী? কৌতূহল অস্বাভাবিক নয়। আসলে সম্প্রতি এক্স হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলেন প্রীতি (Preity Zinta)। সেখানেই জনৈক তাঁকে জিজ্ঞেস করে বসেন, 'অনুরাগীরা আপনার কোন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অবগত?' সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই প্রীতি জিন্টা বেশ কয়েকটি প্রসঙ্গ উত্থাপন করেন। ঠিক কোন কোন বিষয়গুলি তাঁর মোটেই পছন্দ নয় কিংবা কোন কোন কারণে তিনি রেগে যান? অবলীলাক্রমে সে কথাগুলো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

প্রীতি জিন্টা জানান, 'আমি মন্দিরে ছবি তোলা একেবারেই পছন্দ করি না। এছাড়াও সাতসকালে বিমান থেকে নামার পর বা বাথরুমে ছবি তোলা পছন্দ নয়। এইসমস্ত সময়ে আমাকে কেউ ছবি তুলতে বললেই বিরক্ত লাগে! আর হ্যাঁ, আমার বাচ্চাদের ছবি তুললে আমি কিন্তু কালী মূর্তি ধারণ করব প্রয়োজনে। এছাড়া আমি ভীষণ ভালো মানুষ।' সেই পোস্টেই প্রীতির সংযোজন, 'আমার অনুমতি ছাড়া কেউ ভিডিও করলেও আমার রাগ ওঠে। আমাকে ভদ্রভাবে ছবি তোলার অনুরোধ করলে আলাদা কথা! আর আমার বাচ্চাদের ওদের মতো থাকতে দিন।' তারকাসন্তানদের ছবি তোলা নিয়ে কম শোরগোল হয়টনি অতীতে। আইনি পদক্ষেপ করেছিলেন বিরুষ্কা। সইফের উপর হামলা হওয়ার পর থেকে করিনাও জেহ-তৈমুরকে পাপারাজ্জিদের থেকে দূরে রাখেন। রণবীর-আলিয়াও রাহা কাপুরের ছবি তুলতে বারণ করে দিয়েছেন ফটোশিকারিদের। এবার প্রীতি জিন্টা জানালেন নিজের মনের কথা। প্রসঙ্গত, বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী লস অ্যাঞ্জেলসে প্রতিষ্ঠিত। জেনে গুডএনাফের সঙ্গে সেখানকার বাংলোয় সুখের ঘরকন্না পেতেছেন প্রীতি। দুই সন্তানও রয়েছে তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের উত্তপ্ত পরিস্থিতিতে প্রীতি হুঁশিয়ারি ছুড়েছেন, প্রয়োজনে তিনি কালী রূপ ধারণ করবেন।
  • প্রীতি জিন্টা জানান, 'আমি মন্দিরে ছবি তোলা একেবারেই পছন্দ করি না।
  • প্রীতির সংযোজন, 'আমার অনুমতি ছাড়া কেউ ভিডিও করলেও আমার রাগ ওঠে।'
Advertisement